Skip to main content

Posts

ভালবাসা মিশ্রিত পিরোজপুরের সুগন্ধি কালোজিরা চালের রিভিউ

  প্রিয় কাস্টমারগন আমাদের কাছ থেকে যখন "পিরোজপুরের সুগন্ধি কালোজিরা চাল" নিয়ে তা দিয়ে কোরবানির ঈদে বিরানি রান্না করে তার ভালবাসা মিশ্রিত ছবি তুলে পাঠায় এবং তার তৃপ্তি জানায়।এটাই Amar Pirojpur-আমার পিরোজপুর এর সার্থকতা।

নাজিরপুরে খামারিদের দুই ব্যাচে চারদিন ব্যাপী হাঁস-মুরগী পালন বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিঃ স্হানীয় সরকার বিভাগের অর্থায়নে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের অধীনে দুই ব্যাচে ২৫ জন করে মোট ৫০ জন হাঁস ও মুরগীর খামারির প্রশিক্ষণ প্রোগ্রাম অনুষ্টিত হয়৷ ২৭ জুলাই রবিবার সকাল ১০ টায় নাজিরপুর উপজেলা কমপ্লেক্সের পাবলিক লাইব্রেরী মিলনায়তনে উক্ত অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব অমূল্য রঞ্জন হালদার৷ অনুষ্ঠানে উপস্হিত ছিলেন ভাইস চেয়ারম্যান শেখ মুস্তাফিজুর রহমান রঞ্জু ও শাহরিয়ার ফেরদৌস রুনা, প্রকল্প কর্মকর্তা সুশান্ত রঞ্জন বিশ্বাস এবং কৃষি কর্মকর্তা দিগবিজয় হাজরা৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সুদেব সরকার৷ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা খামারিদের প্রশিক্ষণ নিয়ে ছোট ছোট এন্টারপ্রাইজ করে স্বাবলম্বী হওয়ার প্রচেষ্টা করতে আহ্বান জানান ৷ দুইদিন করে মোট চারদিনের এই প্রশিক্ষণে খামারিরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টশন, ভিডিও ক্লিপ, ফিল্ড ভিজিট ও নিজেরা নাটিকা প্রদর্শনের মাধ্যমে অনুষ্ঠানকে আনন্দঘন করে তোলেন৷ অনুষ্ঠানের শেষদিনে অর্থাৎ ৩০ জুলাই অপরাহ্নে অনুষ্ঠিত সমাপনি অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ ওবায়দুর রহমা

পিরোজপুর এর নাজিরপুরে প্রাণিসম্পদের অনেক সম্ভাবনা রয়েছে-ডাঃ সুদেব সরকার

ডাঃ সুদেব সরকার পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা একজন সৃজনশীল ও স্বপ্নবাজ মানুষ।তাঁর বলিষ্ঠ  নেতৃত্বে নাজিরপুর প্রাণিসম্পদের উন্নয়ন কার্যক্রম এগিয়ে চলছে। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস এর ৩৪ তম ব্যাচের একজন সদস্য। তাকে নিয়েই amarpirojpur.com এর আজকের আয়োজন। তার কাজের অভিজ্ঞতা,কর্মস্থলের নানা স্মৃতি এবং নাজিরপুর প্রাণিসম্পদ দপ্তর নিয়ে তার নানা ভাবনা তুলে ধরা হয়েছে সাক্ষাৎকারটিতে। সাক্ষাৎকার নিয়েছেন  জেলা ব্রান্ডিং ওয়েবসাইট amarpirojpur.com এর সহ-প্রতিষ্ঠাতা জি.এম-আদল।সহযোগিতায় ছিলেন amarpirojpur.com এর আর এক সহ-প্রতিষ্ঠাতা সিরাজুম মুনিরা। জি,এম-আদলঃ স্যার আপনি নাজিরপুরে চার বছরের অধিক সময় কর্মরত আছেন, কর্মস্থল হিসেবে নাজিরপুরের পরিবেশ কেমন? ডাঃ সুদেব সরকার : কর্মস্থল হিসেবে নাজিরপুর খুবই চমৎকার। সবাই খুব সহযোগিতা পরায়ন। জি,এম-আদলঃ কাজ করতে গিয়ে নাজিরপুরে বিশেষ কোন স্মৃতি আছে কি? ডাঃ সুদেব সরকার : স্মৃতি তো আছেই৷ প্রতিদিনই নতুন নতুন অভিজ্ঞতা হয়ে থাকে।এই মুহুর্তে আমার একটি ঘটনার কথা মনে পড়ছে।সেদিন সম্তবত ছুটির দিন ছিল।যেহেতু বাসা অফিসের ভেতরেই সেহেতু ছ

নাজিরপুরে লাইভস্টক প্রোভাইডারদের (এলএসপি) মাঝে বাই সাইকেল বিতরণ

প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প(এলডিডিপি) এর আওতায় পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায় লাইভস্টক প্রোভাইডারদের (এলএসপি) মাঝে বিতরন করা হলো পরিবেশ বান্ধব বাহন বাই সাইকেল৷ গতকাল ২৪ জুলাই ২০২০ রোজ শুক্রবার কৃষি দপ্তরের যন্ত্রপাতি বিতরণ , জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে মাছের পোনা অবমুক্তকরণ ও প্রাণিসম্পদের এলএসপিদের সাইকেল বিতরণ অনুষ্ঠানস্হল উপজেলা পরিষদ চত্ত্বর,নাজিরপুর হয়ে ওঠে খামারি মিলনমেলা৷ এই মিলনমেলার মধ্যমনি ছিলেন পিরোজপুর—১ আসনের সম্মানিত সংসদ সদস্য ও মাননীয় মন্ত্রী, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়৷ এসময় অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন, জেলা প্রশাসক,পিরোজপুর, প্রধান নির্বাহী,জেলা পরিষদ,পিরোজপুর, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা,পিরোজপুর, উপজেলা চেয়ারম্যান,নাজিরপুর, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা,নাজিরপুর ও উপজেলা নির্বাহী অফিসার,নাজিরপুরসহ আরো অনেকে৷ সাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, এলএসপিদের নিয়োগের মাধ্যমে প্রাণিসম্পদের জনবল সংকট সাময়িক হলেও লাঘব হয়েছে৷তিনি এলএসপিদের মাঠ পর্যায়ে খামারির সুখে দুঃখে পাশে থাকা এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের সেবার পরিধি আরো বাড়াতে এগিয়ে

পিরোজপুরে একটি যুবক একটি উদ্যোগ কর্মসূচির প্রশিক্ষণ অনুষ্ঠিত

"একটি যুবক একটি উদ্যোগ" চলমান করোনাকালীন ও করোনা পরবর্তী সময়ে আত্বকর্মসংস্থান ও উৎপাদন বৃদ্ধি করতে পিরোজপুর সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসের একটি ভিন্ন উদ্যোগ। এ দারুণ উদ্যগটি নিয়েছেন পিরোজপুর সদর উপজেলার প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃআমিরুল ইসলাম। পিরোজপুর যে সকল শিক্ষিত তরুণরা ক্ষুদ্র খামারি হওয়ার মাধ্যমে আত্মকর্মসংস্থান করতে ইচ্ছুক তাদেরকে নিয়ে গত বৃহস্পতিবার একটি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।প্রশিক্ষণটি পিরোজপুর প্রাণিসম্পদ অফিসার ডাঃআমিরুল ইসলাম  এর নিজস্ব তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়। পিরোজপুর সদর উপজেলার তরুণ প্রাণিসম্পদ সেক্টরের উদ্যোক্তাদের নিয়ে গবাদিপশু-পাখির বাচ্চা উৎপাদন ও পর্যাপ্ত দুধ, ডিম, মাংস উৎপাদনের জন্য খাদ্যের গুরুত্ব বিষয়ে প্রশিক্ষণ করানো হয়।উক্ত প্রশিক্ষণে পিরোজপুরের প্রায় ২৫ জন তরুণ প্রশিক্ষনার্থী অংশ নেয়।প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃআমিরুল ইসলাম জেলা ব্রান্ডিং ওয়েবসাইট amarpirojpur.com কে জানান তরুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে এই প্রশিক্ষণ কর্মসূচি এখন থেকে প্রতিনিয়ত চলমান থাকবে।

অগ্নিসেনা মারুফ এর করোনা জয়ের গল্প : পিরোজপুর

মো: মারুফ হোসেন। পেশায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে ফায়ারম্যান হিসেবে কর্মরত আছেন।কিছুদিন আগেও করোনায় আক্রান্ত ছিলেন মারুফ ।ইতিমধ্যে করোনা থেকে পুরোপুরি সুস্থ্য হয়ে উঠেছেন তিনও।সেই সুস্থ্য হয় ওঠার গল্প মারুফ নিজেই পিরোজপুর জেলা ব্রান্ডি ওয়েবসাইট amarpirojpur.com কে লিখে পাঠিয়েছে যাতে মানুষ করোনায় ভীত না হয়ে অনুপ্রেরণা পায়।করোনা আক্রান্ত হলেই মানুষ যে মারা যাবে এমন ভাবনা টা ঠিক নয়,সঠিক মত পরিচর্যায় থাকলে করোনা থেকে সুস্থ্য হয়ে ওঠা সম্ভব। মারুফ তার নিজস্ব অভিজ্ঞতা জানাতে গিয়ে amarpirojpur.com কে লেখেন- "প্রথমে আমার জ্বর আসে ২৮-০৬-২০২০ তাং এ। এর পড়ে আমি ছুটিতে বাড়ি চলে আসি। প্রাথমিক ভাবে ডাক্তার দেখাই এবং ডাক্তারের পরামর্শে ৩০-০৬-২০২০ তাং করোনা টেষ্ট দেই, হঠাৎ ০৫/০৭/২০২০ তাং  রাত ১১ টায় মোবাইলে একটা কল আসে,  যেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না ফোনের  ওপাশ থেকে বলছে  আপনার কোভিড-১৯ পজিটিভ, তখন নিজেকে খুব একটা অসহায় মনে হচ্ছিলো। এর পরে ০৬/ ০৭/২০ তাং থেকে আইসোলেশনে থাকা শুরু করি,   পুরো পরিবার থেকে আলাদা হয়ে গেলাম এবং এই একাকিত্বের যুদ্ধটা নিজেকে খুব একা একা মনে হচ্ছিলো,  ত

সাহসী ফায়ারম্যান আশিক : পিরোজপুর

লিখেছেন: জি,এম-আদল  শুনেছি জেনে শুনে নাকি কেউ আগুনে ঝাপ দেয় না কিন্তু কথাটি ভুল।জেনে শুনে কেউ কেউ আগুনে ঝাপ দেয়।বাংলাদেশ ফায়ার সার্ভিসের ফায়ার ম্যানরা প্রায়ই জেনে শুনে মানুষকে বাঁচাতে আগুনে ঝাপ দেয়।তেমনি একজন ফায়ারম্যান আশিক আহম্মেদ। আশিক ২০১৪ সালে চাকরিতে যোগদান করেন। চাকরিতে যোগদানের কিছু দিনের মধ্যেই সাহসী অনেক আপারেশনে যোগদানের সুযোগ পায় আশিক।পিরোজপুর জেলার মঠবাড়িয়ার তুষখালীর সন্তান আশিকের কাছে এ সকল অভিজ্ঞতার জানতে চাইলে জেলা ব্রান্ডিং ওয়েবসাইট amarpirojpur.com কে আশিক জানান,"শুরুতেই অধিদপ্তর থেকে দেশের সেবা করার সুযোগ হয়। ২০১৫ সালে ঢাকা সিটি কর্পোরেশন  নির্বাচনের কিছুদিন পূর্বে খিলগাঁও ঝিলের মাঝখানে দ্বোতলা টিনসেট ঘড়ের একতলা পানির নিচে ডুবে যায় এমন সংবাদ পেয়ে আমরা উদ্ধারকাজে ছুটে যাই সেখানে, দ্বিতীয় তলার হাটু পর্যন্ত পানির নিচে তলানো ছিলো অনেক গুলো ছোট ছোট রুম তার মধ্যে আবার হাটু পর্যন্ত পানি, প্রতিটা রুমের পাটাতন কেটে কেটে উদ্ধার কাজ করা হয়। একে একে অনেক গুলো লাশ পানির নিচ থেকে উঠানো হয়, তাদের শরীর তখনো গরম ছিলো মনে হচ্ছিল তারা বেচে আছে, চোখের পানি ধরে রাখা কোন ভাবে সম্

পিরোজপুরকে ব্র্যান্ডিং করার অদম্য বাসনা amarpirojpur.com কে নিয়ে যাবে দূর দূরান্তে-Sudeb Sarkar

সুদেব সরকার: উপহার পেতে কার না ভাল লাগে!  ফেসবুক বন্ধুদের সাথে বাস্তবে দেখা হওয়াটাই একটা উপহার৷ অজানা অচেনা মানুষগুলো ফেসবুকে বন্ধু হয়৷সহস্রে এক দুজনের সাথে দেখা হয়ে যায়৷  #আদল গোলদার দম্পতি মুগ্ধতা ছড়িয়ে গেলেন৷ এলেন, কথা বললেন এবং জয় করলেন৷  চোখে  ইতিবাচক চাহনি, বুকে একরাশ স্বপ্ন নিজের জন্মস্হান পিরোজপুরকে ব্র্যান্ডিং করার অদম্য বাসনা পিরোজপুরকে নিয়ে যাবে দূর দূরান্তে৷ amarpirojpur.com #ভালবাসা অবিরাম

আপনাদের প্রয়োজন ছিলো সর্বত্রই সবখানে

লিখেছেন: শিরিনা আফরোজ পাথর পথে হেটেছেন কখনও? আমি হেটে এসেছি  বহুবার ঝরের রাত্রিতে শ্রেফ একা কখনও বেড়িয়েছেন ঘরের বাইরে আমি কিন্তুু বেড়িয়েছিলাম  পড়েওছিলাম কাল সাপের মুখে। ছোবাল দেয়ার আগে পদচিহ্ন এঁকে    রেখে এসেছি সেই সব সাপেদের বুকে।  সে সব কথা অনেক পুরানো  আজ কে না হয় আর বলি  বিশ্বাস করুন এই জনপদে বা আপনাদের  সাজানোমঞ্চে চাইনা বাহবা অথবা কোন হাততালি। এই আপনারাতো সেই আপনারাই যারা  স্বার্থের কারনে নিমিষেই দিতে পারেন  সবটাই জলান্জলি! আপনাদের কাছে  আজ আর নাই কোন কিছু  চাওয়ার, কিম্বা কোন কিছু পাওয়ার  তেমনি নাই কোন রাগ, অনুরাগ মান অভিমান আক্ষেপ, অভিযোগ অথবা অধিকার এখন শুধু দিনগুনছি চলে যাওয়ার।  আমি সত্যি বলছিআর অবাক হইনা  কারো মিথ্যা প্রতিশ্রতি শুনে।  কারন এই আমিইতো দেখেছি কি অসম্ভব মিথ্যে প্রতিশ্রতি আপনারা দিতে পারেন অনর্গল আমিতো জানি সীমাহীন ভন্ডামি প্রতারনা  আড়াল করে মানুষের মায়য় ফেলতে পারেন  চোখের জল।  ক্ষমতা, দম্ভ, আর অর্থ ছাড়া আপনাদের কাছে আরতো কিছুই নাই  কিন্তু আমার কাছে কবিতা আছে  আমি তাই লিখে যাই। আপনারা বাহান্ন বোঝেন না,  একত্তর বোঝেন না, আপনার প্রজন্ম  কবিতা গান গদ্য পদ্য কিছুই ব

জায়েদ খানের সংগঠন "সাপোর্টের" উদ্যোগে প্রতিবন্ধী কুদ্দুস সাবলম্বী

কিছুদিন আগে  চিত্রনায়ক জায়েদ খানের  সংগঠন “সাপোর্ট” এর কাছে পিরোজপুরের শারীরিক প্রতিবন্ধী মোঃ কুদ্দুস সাবলম্বী হওয়ার ইচ্ছা পোষন করে। কুদ্দুস  “সাপোর্ট” কে জানান,তাকে যদি পিরোজপুর বাজারের মধ্যে একটা কাঁচা মালের জন্য দোকান বানিয়ে সেখানে কাঁচা-মাল কিনে দেওয়া হয়,তাহলে সে ভালোভাবে জীবিকা নির্বাহ করতে পারবে। তারই ধারাবাহিকতায় পিরোজপুরে “সাপোর্টে”এর সৌজন্যে শারিরীক প্রতিবন্ধী কুদ্দুসকে দোকান তৈরী করে দিয়েছে,মালামাল কিনে দেওয়া হয়েছে।আগামীকাল সকাল ৯ টায় আনুষ্ঠানিকভাবে  সাপোর্ট এর কমিটির নেতৃবৃনদ দোকানটি উদ্বোধন করবেন।

ভান্ডারিয়ায় খামারীদের মাঝে হেলথ কার্ড সহ নানা উপকরণ বিতরন

পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলায় “আধুনিক প্রযূক্তিতে গরু হৃষ্টপুষ্টকরন” প্রকল্পের আওতায় পূর্বে প্রশিক্ষণপ্রাপ্ত ২৫ জন খামারীর মধ্যে  ভিটামিন প্রিমিক্স, কৃমিনাশক, ম্যানুয়াল, হেলথ কার্ড বিতরন করা হয়। এসময় উপস্হিত ছিলেন  ভান্ডারিয়ার ভারপ্রাপ্ত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সোমা সরকার সহ আরো অনেকে।

বৃদ্ধাশ্রমে

   লিখেছেন: শেখ সায়মন পারভেজ হিমেল  আমি একা বুড়ো আছি পড়ে এক কোণে  সম্বল আমার এই ছোট্টু কুঠি বৃদ্ধাশ্রমে।  কতশত ব্যস্ত জীবন ছিল  আমার জীবনে   নিঃস্ব আমি একা আজি আছি বৃদ্ধ ভুবনে ।  অন্ধের চেয়ে করিয়াছি স্নেহ তারে  পিতামাতার ছিন্ন করে আজি তাহা  দূরদেশে।  কত ব্যস্তজন ছিলাম আমি জীবনের তরে  আজি  একা শুয়ে আছি বৃদ্ধাশ্রমের ঘরে।   পাইনাকো স্থান ঐ ছেলের কুঠিরে  জীবন একা পার করিব এই বৃদ্ধাশ্রমে।  হাসি অশ্রুময় জীবন আমার  চাইনা আর  কভু একা বাঁচিবার । এক কাপড়ে এক চাদরে  কত কষ্টে আছি এই  বৃদ্ধভুবনে । খাটিলাম মিছা তবে সংসারের তরে  দুঃখ পাই  ফলে আজি এই মনে । একা কোনে বসে ডাকি প্রভু তোমারে  আশিটা বছর কেটে গেল জীবন ভুবনে  বাঁচিবার চাইনা আর আশি'র পরে।  আর কি দেখিবো  কখনো খুকুর মুখখানি  যা আমার কাছে  জীবনের চেয়ে দামি  সুখে থেকো, ভালো থেকো খুকু তুমি  দেখে যেও মরন পরে আমার কবর ভূমি ।  

নেছারাবাদে ইউনিয়ন ভলান্টিয়ার ভ‍্যাক্সিনেটরদের মাঝে উপকরন বিতরন

পিপিআর রোগ নির্মুল এবং ক্ষুরারোগ নিয়ন্ত্রন প্রকল্পের  আওতায় ইউনিয়ন ভলান্টিয়ার ভ‍্যাক্সিনেটরদের মাঝে উপকরন বিতরন(রেজিষ্টার,পিপিআর লিফলেট,ফোল্ডার ও বিভিন্ন সচেতনেতামুলক লিপলেট) করা হয়। এছাড়া এলডিডিপি প্রকল্পভুক্ত লাইভষ্টক সার্ভিস প্রভাইডারদের আসন্ন কোরবানি উপলক্ষে সঠিকভাবে চামড়া ছাড়ানো,সংরক্ষন  ও বর্জ‍্য ব‍্যবস্থাপনা বিষয়ে করনীয় নিয়ে নির্দেশনা প্রদান ও জেলা প্রাণিসম্পদ দপ্তর,পিরোজপুর এর পক্ষে লিফলেট বিতরন করা হয়।

একটি যুবক একটি উদ্যোগ কর্মসূচির কর্মপরিকল্পনা নিয়ে মিটিং

চলমান করোনাকালীন ও করোনা পরবর্তী সময়ে আত্বকর্মসংস্থান ও উৎপাদন বৃদ্ধি করতে উপজেলা প্রাণিসম্পদ অফিস, পিরোজপুর সদর, পিরোজপুরের উদ্যোগে "একটি যুবক একটি উদ্যোগ" কর্মসূচির আওতায় আগ্রহী ব্যক্তিদের নিয়ে উদ্যোক্তা প্রশিক্ষণের আয়োজন করবে। উদ্যোক্তা প্রশিক্ষণের কর্মপরিকল্পনা নিয়ে পিরোজপুর প্রাণিসম্পদ অফিসের কর্মকর্তা কর্মচারীদের সাথে আলোচনা হয়। উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃআমিরুল ইসলাম ,এছাড়া উপস্থিত ছিলেন  লাইভস্টক এক্সটেনশন অফিসার, উপসহকারী প্রাণিসম্পদ অফিসার ও লাইভস্টক সার্ভিস প্রোভাইডারগণ।

মঠবাড়িয়া প্রাণী সম্পদ দপ্তরের উদ্যোগে অনলাইন গবাদি পশুর হাট গ্রপের যাত্রা শুরু

মঠবাড়িয়াবাসি করোনা পরিস্তিতে কোরবানীর পশু বাসায় বসে যেন কেনা কাটা করতে পারে সেই দিক বিবেচনা করে মঠবাড়িয়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ শ্যামল চন্দ্র দাস একটি দারুণ উদ্যোগ হাতে নিয়েছেন। তিনি ইতিমধ্যে "অনলাইন গবাদি-পশুর হাট,মঠবাড়িয়া,পিরোজপুর"  নামক ফেসবুক ভিত্তিক একটি  গ্রুপ চালু করেছেন। এই গ্রুপে সমস্ত খামারী ভাই এবং ক্রেতাগণকে যুক্ত হওয়ার জন্য বার্তা দিয়েছেন।সকল স্থানীয় খামারিরা এখানে  বিক্রয় যোগ্য গবাদি প্রাণীর বর্ননা সহ পোস্ট দিতে পারবেন। এবং ক্রেতাগণ সরাসরি খামারির সাথে যোগাযোগ করতে পারবেন। আশা করা যায় এই উদ্যোগের ফলে মঠবাড়িয়ার মানুষ ঝামেলা মুক্ত ভাবে কোরবানীর পশু সহজে ক্রয় করতে পারবে এবং   মানুষ হাটে না গিয়ে করোনা সংক্রমণের হাত থেকে রক্ষা পাবে।

পিরোজপুরের নাজিরপুরে আসন্ন ঈদুল আযহা উপলক্ষ্যে ফেসবুক ভিত্তিক অনলাইন পশুর হাঁট চালু

   অনলাইন পশুর হাঁট বিষয়টি বেশ কয়েক বছর ধরেই ক্রেতাদের কাছে জনপ্রিয়তার শীর্ষে৷শহর কিংবা গ্রামে দেশের সেরা সেরা পশু বিশেষ করে গরু,ছাগল,উট,দুম্বাসহ বিভিন্ন প্রকারের কোরবানির পশু ক্রয় বিক্রয়ের মাধ্যম হয়ে উঠছে ফেসবুক৷ করোনাকালীন সামাজিক দূরত্ব বজায় রাখতে পিরোজপুরের নাজিরপুরে তৈরী হয়েছে ফেসবুক ভিত্তিক অনলাইন পশুর হাঁট৷ ফেসবুক ব্যবহার করে করোনাকালীন খামারীদের জন্য সাহায্যের হাত বাড়িয়েছেন পিরোজপুর—১ আসনের সাংসদ,মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী জনাব শ ম রেজাউল করিমের নিজ জন্মস্হান নাজিরপুরের ভারপ্রাপ্ত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সুদেব সরকার৷ জানতে চাইলে তিনি জেলা তথ্য ভিত্তিক ওয়েবসাইট আমার পিরোজপুর.কম কে  বলেন, প্রতিবারের ন্যায় এবারও নাজিরপুরসহ সারাদেশে কোরবানিযোগ্য পশু সংখ্যার দিক দিয়ে উদ্বৃত্ত্ব রয়েছে৷ তাছাড়া করোনার কারনে পাশ্ববর্তী উপজেলাসমূহে এবার গরু ছাগলসহ অন্যান্য পশুপাখি রপ্তানির সম্ভাবনা অনেকটা ক্ষীন মনে হচ্ছে৷এমতাবস্হায় খামারীদের সামান্য সাহায্য করার জন্য তিনি এই মার্কেটপ্লেস খোলেন৷নাজিরপুরে এবার পবিত্র ঈদুল আযহায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের হিসাব অনুযায়ী বানিজ্যি

প্রত্যাশা

লিখেছেন: আজিজুল হাকিম আরজু  পৃথিবী আবার শান্ত হবে খোদার ইশারায়,  তার জন্যে হয়ে হন্যে প্রশাসন  পাহারায়।  মহান দায়িত্ব পালন শেষে মনে আসবে সুখ, আশায় আছি, বিধাতা মোদের- করবেন না বিমুখ।  মানুষের মুখে হাসি ফুটবে  শেখার পরে নীতি, মানুষের অত্যাচারে অতিষ্ঠ ছিল এই ধরার প্রকৃতি।  বাতাস আবার হালকা হবে পানিতে কমবে দূষণ, বিশুদ্ধ বায়ুতে নিঃশ্বাস নিবো  স্বপ্ন করি পোষণ।  রয়েছে যত বন ও প্রাণী  ধরনীর সব বনে, উজাড় হয়েছে তার অনেকই মানুষের কারণে।  বাস্তুসংস্থান আজ অসহায় মানুষের কর্মকাণ্ডে, সুদে-আসলে শোধ হচ্ছে তা করোনা নামক দণ্ডে।  দণ্ডের পরে,সবার ঘরে আসবে জানি শান্তি, বিধাতা যেনো ক্ষমা করেন আমাদের সব ভ্রান্তি।

আব্বু

লিখেছেন: আরিফুল ইসলাম  আব্বু তুমি কেমন আছো?  রইলা পড়ে কই?  তুমি ছাড়া একলা আমি  কেমন করে রই?  ছোট্ট বেলা ডাকতে কাছে  বলতে কাছে আয়,  ভালোবাসা দিমু তোরে  স্নেহ দিমু গায়।  নিশি রাতে করতে সেবা  হতো যদি রোগ,  আল্লা আল্লা করতে সদা করতে তুমি শোক!  তুমি আমার বটবৃক্ষ  রইছি তোমার ছায়,  ছেড়ে গেলে আমায় ফেলে  কোন অজানা গাঁয়!  আল্লা তুমি ক্ষমা করো  করো তারে মাফ,  জান্নাত তুমি দাও গো তারে  পূণ্য করো পাপ।

ভান্ডারিয়ায় এনএটিপি-২ প্রকল্পের আওতায় প্রাণিসম্পদ খামারিদের মাঝে প্রদর্শণীর উপকরণ বিতরণ

সরকারের উন্নয়ন প্রকল্প ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম(এনএটিপি-২) এর অর্থায়নে ও ভারপ্রাপ্ত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সোমা সরকার এর তত্ত্বাবধানে  ২৪ জুন ২০২০ খ্রিঃ ১৪ জন সুবিধাভোগী প্রাণিসম্পদ খামারির মাঝে গো-খাদ্য,পোল্ট্রি খাদ্য, ডিবি ভিটামিন, রাবার ম্যাট, ছাগলের ঘর,মুরগীর ঘর, বালতি, বেলচা, জীবানু নাশক, স্প্রেয়ার, প্রদর্শণী সাইনবোর্ড ও প্রত্যেককে পাঁচশত টাকা ব্রিফিং ভাতা ও পথ ভাড়া বাবদ প্রদান করা হয়৷ এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ডাঃ তরুন কুমার সিকদার, সহকারী পরিচালক(প্রাণি উৎপাদন),বরিশাল মহোদয়৷ আরো উপস্হিত ছিলেন প্রকল্পটির প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ ফাতিমা বেগম৷ জানতে চাইলে ডাঃ তরুন কুমার সিকদার, সহকারী পরিচালক(প্রাণি উৎপাদন),বরিশাল বলেন "প্রাণিসম্পদ অধিদপ্তরের এনএটিপি-২ প্রকল্পটি উদ্যমী সুবিধাভোগীদের এসব উপকরণ প্রদানের মাধ্যমে সংশ্লিষ্ট খামারিদের একটি উন্নত ব্যবস্হাপনার ভেতর আনতে চায় এবং এটি অত্যন্ত জরুরী৷খামারিরা যদি একবার অভ্যাস গড়ে তুলতে পারে তবে, তাদের উৎপাদন বাড়বে এবং তারা লাভবান হবেন৷"

ভান্ডারিয়ায় প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের এলএসপিদের মাঝে পরিবেশবান্ধব বাহন সাইকেল বিতরণ

 বাংলাদেশকে দুগ্ধশিল্পে স্বয়ংসম্পূর্ণ করার লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের 'প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের' মাঠকর্মীদের খামারী জরীপ ও সংশ্লিষ্ট তথ্য উপাত্ত সংগ্রহের জন্য প্রকল্প থেকে পাঁচজন এলএসপির(প্রাণিসম্পদ সেবা সরবরাহকারী) মাঝে  ২১ জুন তারিখে পাঁচটি পরিবেশবান্ধব যানবাহন সাইকেল বিতরণ করা হয়৷ এসময় উপস্হিত ছিলেন ভান্ডারিয়ার ভারপ্রাপ্ত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সোমা সরকার, প্রকল্পটির প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ শোভন হালদারসহ প্রকল্প ও উপজেলা অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ৷ ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সোমা সরকার বলেন করোনার এই জরুরী অবস্হায় স্ব স্ব ইউনিয়নে এলএসপিদের এই পরিবেশবান্ধব বাহনটি অনেক কাজে আসবে৷ নিরাপদ দূরত্ব বজায় রেখে কাজ করার জন্য তিনি কর্মীদের পরামর্শ প্রদান করেন৷