"একটি যুবক একটি উদ্যোগ" চলমান করোনাকালীন ও করোনা পরবর্তী সময়ে আত্বকর্মসংস্থান ও উৎপাদন বৃদ্ধি করতে পিরোজপুর সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসের একটি ভিন্ন উদ্যোগ।
এ দারুণ উদ্যগটি নিয়েছেন পিরোজপুর সদর উপজেলার প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃআমিরুল ইসলাম।
পিরোজপুর যে সকল শিক্ষিত তরুণরা ক্ষুদ্র খামারি হওয়ার মাধ্যমে আত্মকর্মসংস্থান করতে ইচ্ছুক তাদেরকে নিয়ে গত বৃহস্পতিবার একটি
প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।প্রশিক্ষণটি পিরোজপুর
প্রাণিসম্পদ অফিসার ডাঃআমিরুল ইসলাম এর নিজস্ব তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়।
পিরোজপুর সদর উপজেলার তরুণ প্রাণিসম্পদ সেক্টরের উদ্যোক্তাদের নিয়ে গবাদিপশু-পাখির বাচ্চা উৎপাদন ও পর্যাপ্ত দুধ, ডিম, মাংস উৎপাদনের জন্য খাদ্যের গুরুত্ব বিষয়ে প্রশিক্ষণ করানো হয়।উক্ত প্রশিক্ষণে পিরোজপুরের প্রায় ২৫ জন তরুণ প্রশিক্ষনার্থী অংশ নেয়।প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃআমিরুল ইসলাম জেলা ব্রান্ডিং ওয়েবসাইট amarpirojpur.com কে জানান তরুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে এই প্রশিক্ষণ কর্মসূচি এখন থেকে প্রতিনিয়ত চলমান থাকবে।
পিরোজপুর জেলার বিভিন্ন জায়গায় এই দোকান,ব্যাংক-বীমা,অফিস স্পেসগুলো ভা ড়া হবে। নিচের তালিকা থেকে খুঁজে নিন আপনার প্রয়োজনীয় স্পেস টি: ১)বিবরণ : ভাড়া হবে ব্যাংক/ বিমা/ অফিস ৪ তলায় ছাদ দেয়া আছে ইচ্ছে মতো করে দেয়া যাবে। লোকেশন: পারেরহাট রোড, ম্যালেরিয়া পুল, ওয়ালটন সার্ভিস সেন্টার বিল্ডিং। যোগাযোগ : 01611200299 : 01711570893 ২) বিবরণ: পৌরসভার স্টল এর একটি দোকান ভাড়া দেওয়া হইবে। লোকেশন: পিরোজপুর শহরের রাজারহাট বাটা শোরুমের বিপরীত পাশে। যোগাযোগ : 01718050094 ৩) বিবরণ : বিল্ডিংয়ের দ্বিতীয় এবং তৃতীয় তলা ভাড়া দেয়া হবে ব্যাংক অথবা ব্যবসা প্রতিষ্ঠান এর জন্য। বর্তমানে বিল্ডিংয়ের প্রথম তলায় আছে, বাংলাদেশের সনামধন্য গার্মেন্টস পন্যের ব্যবসা প্রতিষ্ঠান "ADLIB". দ্বিতীয় তলা = অগ্রিম ৬ লক্ষ টাকা এবং মাসিক ভাড়া ২১০০০ টাকা। তৃতীয় তলা = অগ্রিম ৫ লক্ষ টাকা এবং মাসিক ভাড়া ১৫০০০ টাকা। লোকেশন: পিরোজপুর সদর রোড, সাধনা ব্রিজ সংলগ্ন, যোগাযোগ : ০১৭১২৭৪৪৫৩৬ বি.দ্র: দ্রুত সময়ের মধ্যে আপনার ...
Comments
Post a Comment