নিজস্ব প্রতিনিধিঃ স্হানীয় সরকার বিভাগের অর্থায়নে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের অধীনে দুই ব্যাচে ২৫ জন করে মোট ৫০ জন হাঁস ও মুরগীর খামারির প্রশিক্ষণ প্রোগ্রাম অনুষ্টিত হয়৷ ২৭ জুলাই রবিবার সকাল ১০ টায় নাজিরপুর উপজেলা কমপ্লেক্সের পাবলিক লাইব্রেরী মিলনায়তনে উক্ত অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব অমূল্য রঞ্জন হালদার৷ অনুষ্ঠানে উপস্হিত ছিলেন ভাইস চেয়ারম্যান শেখ মুস্তাফিজুর রহমান রঞ্জু ও শাহরিয়ার ফেরদৌস রুনা, প্রকল্প কর্মকর্তা সুশান্ত রঞ্জন বিশ্বাস এবং কৃষি কর্মকর্তা দিগবিজয় হাজরা৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সুদেব সরকার৷ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা খামারিদের প্রশিক্ষণ নিয়ে ছোট ছোট এন্টারপ্রাইজ করে স্বাবলম্বী হওয়ার প্রচেষ্টা করতে আহ্বান জানান ৷ দুইদিন করে মোট চারদিনের এই প্রশিক্ষণে খামারিরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টশন, ভিডিও ক্লিপ, ফিল্ড ভিজিট ও নিজেরা নাটিকা প্রদর্শনের মাধ্যমে অনুষ্ঠানকে আনন্দঘন করে তোলেন৷ অনুষ্ঠানের শেষদিনে অর্থাৎ ৩০ জুলাই অপরাহ্নে অনুষ্ঠিত সমাপনি অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ ওবায়দুর রহমান৷ তিনি খামারিদের বেশি বেশি খামার গড়ে তোলার মাধ্যমে দেশীয় অর্থনীতিতে অবদান রাখার উদাত্ত আহ্বান জানান৷
পিরোজপুর জেলার বিভিন্ন জায়গায় এই দোকান,ব্যাংক-বীমা,অফিস স্পেসগুলো ভা ড়া হবে। নিচের তালিকা থেকে খুঁজে নিন আপনার প্রয়োজনীয় স্পেস টি: ১)বিবরণ : ভাড়া হবে ব্যাংক/ বিমা/ অফিস ৪ তলায় ছাদ দেয়া আছে ইচ্ছে মতো করে দেয়া যাবে। লোকেশন: পারেরহাট রোড, ম্যালেরিয়া পুল, ওয়ালটন সার্ভিস সেন্টার বিল্ডিং। যোগাযোগ : 01611200299 : 01711570893 ২) বিবরণ: পৌরসভার স্টল এর একটি দোকান ভাড়া দেওয়া হইবে। লোকেশন: পিরোজপুর শহরের রাজারহাট বাটা শোরুমের বিপরীত পাশে। যোগাযোগ : 01718050094 ৩) বিবরণ : বিল্ডিংয়ের দ্বিতীয় এবং তৃতীয় তলা ভাড়া দেয়া হবে ব্যাংক অথবা ব্যবসা প্রতিষ্ঠান এর জন্য। বর্তমানে বিল্ডিংয়ের প্রথম তলায় আছে, বাংলাদেশের সনামধন্য গার্মেন্টস পন্যের ব্যবসা প্রতিষ্ঠান "ADLIB". দ্বিতীয় তলা = অগ্রিম ৬ লক্ষ টাকা এবং মাসিক ভাড়া ২১০০০ টাকা। তৃতীয় তলা = অগ্রিম ৫ লক্ষ টাকা এবং মাসিক ভাড়া ১৫০০০ টাকা। লোকেশন: পিরোজপুর সদর রোড, সাধনা ব্রিজ সংলগ্ন, যোগাযোগ : ০১৭১২৭৪৪৫৩৬ বি.দ্র: দ্রুত সময়ের মধ্যে আপনার ...
Comments
Post a Comment