অনলাইন পশুর হাঁট বিষয়টি বেশ কয়েক বছর ধরেই ক্রেতাদের কাছে জনপ্রিয়তার শীর্ষে৷শহর কিংবা গ্রামে দেশের সেরা সেরা পশু বিশেষ করে গরু,ছাগল,উট,দুম্বাসহ বিভিন্ন প্রকারের কোরবানির পশু ক্রয় বিক্রয়ের মাধ্যম হয়ে উঠছে ফেসবুক৷ করোনাকালীন সামাজিক দূরত্ব বজায় রাখতে পিরোজপুরের নাজিরপুরে তৈরী হয়েছে ফেসবুক ভিত্তিক অনলাইন পশুর হাঁট৷ ফেসবুক ব্যবহার করে করোনাকালীন খামারীদের জন্য সাহায্যের হাত বাড়িয়েছেন পিরোজপুর—১ আসনের সাংসদ,মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী জনাব শ ম রেজাউল করিমের নিজ জন্মস্হান নাজিরপুরের ভারপ্রাপ্ত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সুদেব সরকার৷ জানতে চাইলে তিনি জেলা তথ্য ভিত্তিক ওয়েবসাইট আমার পিরোজপুর.কম কে বলেন, প্রতিবারের ন্যায় এবারও নাজিরপুরসহ সারাদেশে কোরবানিযোগ্য পশু সংখ্যার দিক দিয়ে উদ্বৃত্ত্ব রয়েছে৷ তাছাড়া করোনার কারনে পাশ্ববর্তী উপজেলাসমূহে এবার গরু ছাগলসহ অন্যান্য পশুপাখি রপ্তানির সম্ভাবনা অনেকটা ক্ষীন মনে হচ্ছে৷এমতাবস্হায় খামারীদের সামান্য সাহায্য করার জন্য তিনি এই মার্কেটপ্লেস খোলেন৷নাজিরপুরে এবার পবিত্র ঈদুল আযহায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের হিসাব অনুযায়ী বানিজ্যিক ও পারিবারিক মিলিয়ে প্রায় দেড় হাজারের কিছু বেশী হৃষ্টপুষ্ট গরু, সাড়ে তিন হাজার ছাগল, শত খানেক মহিষসহ উল্লেখযোগ্য পরিমান কোরবানির পশু রয়েছে৷ এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ ওবায়দুর রহমান বলেন, আসন্ন পবিত্র ঈদুল আযহায় জেলা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোরবানির হাঁট বসানোর ব্যাপারে সুস্পষ্ট দিক নির্দেশনা পাওয়া যায়নি৷ তিনি অনলাইন পশুর হাঁট খোলার ব্যাপারটিকে স্বাগত জানান৷ইতিপূর্বে এই দক্ষ প্রশাসক করোনাকালীন জনবান্ধব বিভিন্ন পদক্ষেপ নিয়ে সারাদেশে ব্যাপকভাবে আলোচনায় আসেন এবং নাজিরপুরবাসী মানববন্ধন করে তাঁর অন্যত্র বদলী রুখে দেন৷
পিরোজপুর জেলার বিভিন্ন জায়গায় এই দোকান,ব্যাংক-বীমা,অফিস স্পেসগুলো ভা ড়া হবে। নিচের তালিকা থেকে খুঁজে নিন আপনার প্রয়োজনীয় স্পেস টি: ১)বিবরণ : ভাড়া হবে ব্যাংক/ বিমা/ অফিস ৪ তলায় ছাদ দেয়া আছে ইচ্ছে মতো করে দেয়া যাবে। লোকেশন: পারেরহাট রোড, ম্যালেরিয়া পুল, ওয়ালটন সার্ভিস সেন্টার বিল্ডিং। যোগাযোগ : 01611200299 : 01711570893 ২) বিবরণ: পৌরসভার স্টল এর একটি দোকান ভাড়া দেওয়া হইবে। লোকেশন: পিরোজপুর শহরের রাজারহাট বাটা শোরুমের বিপরীত পাশে। যোগাযোগ : 01718050094 ৩) বিবরণ : বিল্ডিংয়ের দ্বিতীয় এবং তৃতীয় তলা ভাড়া দেয়া হবে ব্যাংক অথবা ব্যবসা প্রতিষ্ঠান এর জন্য। বর্তমানে বিল্ডিংয়ের প্রথম তলায় আছে, বাংলাদেশের সনামধন্য গার্মেন্টস পন্যের ব্যবসা প্রতিষ্ঠান "ADLIB". দ্বিতীয় তলা = অগ্রিম ৬ লক্ষ টাকা এবং মাসিক ভাড়া ২১০০০ টাকা। তৃতীয় তলা = অগ্রিম ৫ লক্ষ টাকা এবং মাসিক ভাড়া ১৫০০০ টাকা। লোকেশন: পিরোজপুর সদর রোড, সাধনা ব্রিজ সংলগ্ন, যোগাযোগ : ০১৭১২৭৪৪৫৩৬ বি.দ্র: দ্রুত সময়ের মধ্যে আপনার ...
Comments
Post a Comment