সরকারের উন্নয়ন প্রকল্প ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম(এনএটিপি-২) এর অর্থায়নে ও ভারপ্রাপ্ত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সোমা সরকার এর তত্ত্বাবধানে ২৪ জুন ২০২০ খ্রিঃ ১৪ জন সুবিধাভোগী প্রাণিসম্পদ খামারির মাঝে গো-খাদ্য,পোল্ট্রি খাদ্য, ডিবি ভিটামিন, রাবার ম্যাট, ছাগলের ঘর,মুরগীর ঘর, বালতি, বেলচা, জীবানু নাশক, স্প্রেয়ার, প্রদর্শণী সাইনবোর্ড ও প্রত্যেককে পাঁচশত টাকা ব্রিফিং ভাতা ও পথ ভাড়া বাবদ প্রদান করা হয়৷ এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ডাঃ তরুন কুমার সিকদার, সহকারী পরিচালক(প্রাণি উৎপাদন),বরিশাল মহোদয়৷ আরো উপস্হিত ছিলেন প্রকল্পটির প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ ফাতিমা বেগম৷ জানতে চাইলে ডাঃ তরুন কুমার সিকদার, সহকারী পরিচালক(প্রাণি উৎপাদন),বরিশাল বলেন "প্রাণিসম্পদ অধিদপ্তরের এনএটিপি-২ প্রকল্পটি উদ্যমী সুবিধাভোগীদের এসব উপকরণ প্রদানের মাধ্যমে সংশ্লিষ্ট খামারিদের একটি উন্নত ব্যবস্হাপনার ভেতর আনতে চায় এবং এটি অত্যন্ত জরুরী৷খামারিরা যদি একবার অভ্যাস গড়ে তুলতে পারে তবে, তাদের উৎপাদন বাড়বে এবং তারা লাভবান হবেন৷"
পিরোজপুর জেলার বিভিন্ন জায়গায় এই দোকান,ব্যাংক-বীমা,অফিস স্পেসগুলো ভা ড়া হবে। নিচের তালিকা থেকে খুঁজে নিন আপনার প্রয়োজনীয় স্পেস টি: ১)বিবরণ : ভাড়া হবে ব্যাংক/ বিমা/ অফিস ৪ তলায় ছাদ দেয়া আছে ইচ্ছে মতো করে দেয়া যাবে। লোকেশন: পারেরহাট রোড, ম্যালেরিয়া পুল, ওয়ালটন সার্ভিস সেন্টার বিল্ডিং। যোগাযোগ : 01611200299 : 01711570893 ২) বিবরণ: পৌরসভার স্টল এর একটি দোকান ভাড়া দেওয়া হইবে। লোকেশন: পিরোজপুর শহরের রাজারহাট বাটা শোরুমের বিপরীত পাশে। যোগাযোগ : 01718050094 ৩) বিবরণ : বিল্ডিংয়ের দ্বিতীয় এবং তৃতীয় তলা ভাড়া দেয়া হবে ব্যাংক অথবা ব্যবসা প্রতিষ্ঠান এর জন্য। বর্তমানে বিল্ডিংয়ের প্রথম তলায় আছে, বাংলাদেশের সনামধন্য গার্মেন্টস পন্যের ব্যবসা প্রতিষ্ঠান "ADLIB". দ্বিতীয় তলা = অগ্রিম ৬ লক্ষ টাকা এবং মাসিক ভাড়া ২১০০০ টাকা। তৃতীয় তলা = অগ্রিম ৫ লক্ষ টাকা এবং মাসিক ভাড়া ১৫০০০ টাকা। লোকেশন: পিরোজপুর সদর রোড, সাধনা ব্রিজ সংলগ্ন, যোগাযোগ : ০১৭১২৭৪৪৫৩৬ বি.দ্র: দ্রুত সময়ের মধ্যে আপনার ...
Comments
Post a Comment