লিখেছেন: আরিফুল ইসলাম
আব্বু তুমি কেমন আছো?
রইলা পড়ে কই?
তুমি ছাড়া একলা আমি
কেমন করে রই?
ছোট্ট বেলা ডাকতে কাছে
বলতে কাছে আয়,
ভালোবাসা দিমু তোরে
স্নেহ দিমু গায়।
নিশি রাতে করতে সেবা
হতো যদি রোগ,
আল্লা আল্লা করতে সদা
করতে তুমি শোক!
তুমি আমার বটবৃক্ষ
রইছি তোমার ছায়,
ছেড়ে গেলে আমায় ফেলে
কোন অজানা গাঁয়!
আল্লা তুমি ক্ষমা করো
করো তারে মাফ,
জান্নাত তুমি দাও গো তারে
পূণ্য করো পাপ।
Post a Comment