হ্যালো ঢাকাবাসী💁♂️ পিরোজপুর একটি নদী বিধৌত জেলা। জালের মতো ছড়িয়ে-ছিটিয়ে আছে নদী-খাল। ফলে বিপুল সংখ্যক মানুষের জীবন-জীবিকা গড়ে উঠেছে এই নদীকে কেন্দ্র করে। এদের মধ্যে রয়েছে জেলে সম্প্রদায়, যারা নদীতে ও সাগরে মাছ ধরে, আবার কেউ কেউ রয়েছে যারা লইট্টা,ঢেলা,পোয়া,ছুরি সহ আরও নানা ধরনের মাছ শুটকি করে জীবিকা নির্বাহ করে।এর ওপর ভিত্তি করে অনেক শুটকি পল্লীও গড়ে উঠেছে এখানে। পিরোজপুরের স্থানীয় জেলেপল্লিতে তৈরি পিরোজপুরের শুটকি পেতে কল☎️ করুন অথবা Amar Pirojpur. Com এর ফেসবুক পেজেই ইনবক্স করুন📲।