বাংলাদেশের স্থপতি


লিখেছেন: আরিফুল ইসলাম 

কেমন করে ভুলবো তোমায় 

ওগো মহান নেতা, 

বাংলাদেশের  স্থপতি তুমি 

তুমিই জাতির পিতা। 

নয় মাস দেশে যুদ্ধ শেষে 

মহান বিজয় এলো, 

তোমার আহ্বানে বাঙালি জাতি 

স্বাধীন দেশটা পেলো। 

তুমি ছিলে আলোর প্রতীক 

উজ্জ্বল আলো রবি, 

বাঙালি জাতির হৃদয়ে আজো 

আঁকে তোমার ছবি। 

আগষ্ট মাস এলেই পরে 

হৃদয় শোকে ভাসে, 

তোমার সেই রক্তাক্ত দেহ 

চোখের সামনে আসে।

0/Post a Comment/Comments

Previous Post Next Post