লিখেছেন : জি,এম-আদল
পিরোজপুর বাংলাদেশের দক্ষিনাঞ্চলের একটি ঐতিহ্যবাহী জেলা।প্রকৃতি তার নিজ সাজে অপরুপ সৌন্দর্যে পিরোজপুর জেলাকে সাজিয়েছেন। নদীবিধৌত জেলা পিরোজপুরে রয়েছে সেরা কিছু দর্শনীয় স্থান।পিরোজপুর সদর, ইন্দুরকানি, নাজিরপুর, কাউখালী, ভান্ডারিয়া, মঠবাড়ীয়া, নেছারাবাদ এই সাতটি উপজেলা নিয়ে পিরোজপুর জেলা গঠিত।
এই উপজেলাগুলোর প্রায় প্রতিটি উপজেলারই রয়েছে নিজস্ব ইতিহাস-ঐতিহ্য, রয়েছে বেশ কিছু দর্শনীয় স্থান।সেরা দর্শনীয় স্থানগুলোর মধ্যে ভাসমান পেয়ারা হাট, কবি আহসান হাবিব এর পৈত্রিক ভিটা,রায়েরকাঠি জমিদার বাড়ি,হরিনপালা রিভারভিউ ইকো পার্ক, ভান্ডারিয়া শিশু পার্ক,ভান্ডারিয়া মিয়া বাড়ি মসজিদ,মঠবাড়িয়ার মমিন মসজিদ, পিরোজপুর এর ডিসি পার্ক ইত্যাদি উল্লেখযোগ্য।
ভাসমান পেয়ারা হাট :
পিরোজপুর জেলার স্বরুপকাঠি উপজেলার আটঘর,কুরিয়ানা নামক জায়গায় নৌকায় করে এই (Floating Market) ভাসমান পেয়ারা হাট বসে।
কবি আহসান হাবিব এর পৈত্রিক ভিটা:
কবি আহসান হাবীব একুশে পদক ও স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বাংলা ভাষার অন্যতম একজন খ্যাতনামা কবি। আহসান হাবীব এর জন্ম ১৯১৭ সালের ২ জানুয়ারি,পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা গ্রামে । পিরোজপুর-চরখালী সড়কের যা পাড়ের হাট সড়ক নামে পরিচিত। বর্তমানে জন্মভিটায় তাঁর তেমন কোনো স্মৃতিচিহ্ন নেই।বেলতলা স্ট্যান্ডে পাশে রয়েছে কবির নামে একটি ফলক। এর উত্তর দিকে একটি সরু সড়ক ধরে তিন কিলোমিটার পথ কিছুটা ইটের ও বাকিটা মাটির সড়ক হয়ে গেলে কবির পৈতৃক বাড়ির দেখা মিলবে।
রায়েরকাঠি জমিদার বাড়ি:
প্রায় ৩৫০ বছর পূর্বে এখানে একটি জমিদার পরিবার বসবাস করত। ১৬৫৮ সালে এখানে কালী মন্দির নির্মাণ করা হয়। দেশের সবচেয়ে বৃহৎ শিবলিঙ্গটি এখানেই অবস্থিত, যার ওজন প্রায় ১০০০ কেজি।লোকমুখে শোনা যায় এই স্থানে অতিথিশালা,আইনসভা, বলরুম, বেশকিছু হিন্দু মন্দিরসহ প্রায় দুইশতর অধিক স্থাপনা নির্মাণ করা হয়েছিল। যেগুলোর মধ্যে চল্লিশ থেকে পঞ্চাশটি স্থাপনা ছিল বেশ বিশালাকৃতির।
হরিনপালা রিভারভিউ ইকো পার্ক:
পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়নে কঁচা নদীর তীরে ২০১৪ সালে ৬ একর জায়গার উপর হরিণপালা রিভার ভিউ ইকোপার্ক (Horinpala River View Eco Park) গড়ে তোলা হয়েছে। নদীর ঢেউ, কাশবন, পাখির কলকাকলীতে মুখর চমৎকার এই পার্কে রয়েছে নান্দ্যনিক ফোয়ারা, ওয়াচ টাওয়ার, পশুপাখির ভাস্কর্য, ঘোড়ার গাড়ি, টয় ট্রেন এবং বিভিন্ন আকর্ষণীয় রাইড। আরও আছে সুবিশাল পুকুরে নৌকায় চড়ে বেড়ানোর সুযোগ।এছাড়াও এখানে বসে আপনি উপভোগ করতে পারবেন বলেশ্বর নদীর অপরূপ সৌন্দর্য।
ভান্ডারিয়া শিশু পার্ক:
এটি একটি পারিবারিক বিনোদন কেন্দ্র।সব বয়সী দর্শনার্থীদের বিনোদনের উদ্দেশ্যে নির্মিত ভান্ডারিয়া শিশু পার্কে আছে বিভিন্ন ধরনের আকর্ষণীয় রাইড এবং বিভিন্ন প্রাণীর প্রতিকৃতি।
এটি ভান্ডারিয়া থানার সামনে অবস্থিত একটি শিশু পার্ক। এখানে বিভিন্ন ধরনের রাইড যেমন চরকি, বোট, দোলনা ইত্যাদি রয়েছে। এবং বিভিন্ন প্রাণী যেমন জিরাফ, উট, হাতি, সিংহ, হরিণ ইত্যাদির প্রতিকৃতি রয়েছে ।পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলা অবস্থিত ভান্ডারিয়া শিশু পার্ক (Bhandaria Shishu Park) ।
মিয়া বাড়ি মসজিদ:
এটি মোগল আমলের স্থাপত্যের একটি অন্যতম নিদর্শন । মসজিদটি ভান্ডারিয়া পৌর শহরের মিয়াবাড়িতে থাকা প্রায় ৪০০ বছরের প্রাচীন একটি মসজিদ। চমৎকার নির্মাণ শৈলীর এই এক গম্বুজ বিশিষ্ট মসজিদটি মুঘল আমলের এক অনন্য সৃষ্টি।
মমিন মসজিদ:
এই মসজিদটি মমিন মসজিদ বা কাঠ মসজিদ নামেও পরিচিত। পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার উদয়তারা বুড়িরচর গ্রামে অবস্থিত কাঠের নির্মিত মসজিদটি বাংলাদেশের দারুশিল্পের এক অনবদ্য নিদর্শন ।
১৯১৩ সালে মসজিদটি মৌলভী মমিন উদ্দিন আকন কর্তৃক নির্মাণ শুরু করেন এবং ১৯২০ সালে সম্পন্ন করেন । মসজিদটি এ দেশের ঐতিহ্যবাহী ৮ চালা স্থাপনা রীতির এক অনন্য উদাহরণ । বৈচিত্রময় ক্যালিগ্রাফির ব্যবহার এ মসজিদটির অলংকরণে বিশিষ্টতা দান করেছে । এটি প্যারেক বিহীন সম্পুর্ণ কাঠের তৈরি একটি মসজিদ।
পিরোজপুর ডিসি পার্ক :
ডিসি পার্ক পিরোজপুর জেলার একটি অন্যতম দর্শনীয় স্থান ও ঐতিহ্যবাহী পার্ক । পার্কটি বলেশ্বর নদীর তীরে অবস্থিত। এখানে পাঁচতলা উচ্চতা বিশিষ্ট একটি ওয়াচ টাওয়ার থেকে বলেশ্বর নদীর প্রাকৃতিক এবং মনোরম দৃশ্য উপভোগ করা যায়।
Comments
Post a Comment