লিখেছেন: মৃদুল মিত্র পৃথিবী সৃষ্টির শুরু থেকে সৃষ্টিকর্তা মানুষকে দুটা ভাবে সৃষ্টি করছেন। এদের মধ্যে কেউ হয়েছেন নারী কেউ হয়েছেন নর। নারী কে খুঁজে পাওয়া যায় নানান চরিত্রে। নারী যখন সন্তান জন্ম দেয় তখন হয়ে যায় মা, আবার নারী যখন কাউকে ভালোবাসে তখন হয়ে যায় প্রেমিকা, নারী যখন কারও সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তখন হয়ে যায় স্ত্রী। আবার এই নারী যখন শারীরিক গড়নের সাথে মানানসই ড্রেস পরে রাস্তায় হাঁটে তখন নরের কাছে হয়ে যায় মাল। আবার এই একই নারী যখন টাকার অভাবে পতিতা বৃত্তি বেছে নেয় তখন হয় বেশ্যা। আবার নারী যখন রাস্তার মোড়ে দাঁড়িয়ে খদ্দের খোঁজে তখন হয়ে যায় কলগার্ল। এই সকল নাম কিন্তু আমাদের পুরুষ জাতির দেওয়া।তবে নারীকে যে নামেই ডাকা হোক না কেন নারীরা তো মায়ের জাতি এ বিষয়ে কোন সন্দেহ নেই। কিন্তু যুগ যুগ ধরে এই নারীদের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চলে আসছে। দুঃখের বিষয় একটা মেয়ের আসলে নিজের কোন বাড়ি থাকে না। একটা বয়স পর্যন্ত নারী তার বাবার বাড়িতে মুক্ত পাখির মত ছুটে চলে। কিন্তু যখন মেয়েটার বিয়ে হয় তখনই তার হাতে পায়ে অদৃশ্য শিকল বেঁধে দেওয়া হয় তার শ্বশুর বাড়ি থেকে। তার যে স...