লিখেছেন :জি,এম-আদল
তিনি কোন কাল্পনিক বনের রাজা বা সিনেমার কাল্পনিক নায়ক নয়।পিরোজপুর জেলা সহ দেশের বিভিন্ন জায়গায় মঞ্চে গান গেয়ে যে মানুষটি মানুষের মনে স্থান করে নিয়েছেন তার নাম ইমরান হোসাইন টারজান।যিনি সকলের কাছে টারজান নামেই পরিচিত।
গাইতে গাইতে গায়েন- এই তত্ত্ব টারজানের জীবনে দারুণভাবে সত্য হয়েছে।
পড়াশোনা, বেড়েওঠা পিরোজপুরেই।ছোটবেলা থেকেই খেলাধুলা ও অভিনয়ের প্রতি বেশ ঝোক ছিল টারজানের।সেই সুত্র ধরে মঞ্চ নাটকের নেপথ্যেই গান করতে আসা মূলত তার।
২০১১ সালে বিভাগীয় পর্যায়ে গণসংগীতে তিনি প্রথম ও দেশ ব্যাপী ২য় হয়েছিলেন।তবে সংগীত শিল্পী হিসেবে মানুষের অফুরন্ত ভালবাসাই তার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি।
ফোক, সুফি গান এবং ব্যান্ডের গান গাইতে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি।তার প্রিয় সংগীত শিল্পী বারী সিদ্দিকী, কুমার বিশ্বজিৎ,শুভ্র দেব,আইয়ুব বাচ্চু,পুলক অধিকারী।টারজান স্বপ্ন দেখেন একদিন তিনি সিনেমায় প্লেব্যাক করবেন।সংগীত নিয়ে স্বপ্নদেখা এই তরুনের স্বপ্ন একদিন নিশ্চয়ই তাঁর জানালায় এসে ধরা দেবে।ভবিষৎতে গানের মাধ্যমে নিজের অবস্থান দৃঢ় করার পরিকল্পনা আছে। গানের মাধ্যমেই মানুষের মনে স্থান করে নিতে চায় সংগীত শিল্পী টারজান।
Comments
Post a Comment