লিখেছেন: জি,এম-আদল
শোভন মন্ডল
পেশায় হবু ইঞ্জিনিয়ার হলেও ছবি আঁকায় দারুণ প্রতিভা তার।যার কথা বলছি তিনি শোভন মন্ডল।জন্ম এবং বেড়ে ওঠা পিরোজপুরেই।পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয় দিয়ে এস. এস সি, ঢাকার বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজ থেকে এইস.এস.সি এবং বর্তমানে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ পড়ছে শোভন।
শোভনের চিত্র কর্ম
ছোট বেলায় স্কুলে থাকতেই ছবি আকার প্রতি আগ্রহ ছিল তার। অষ্টম শ্রেণী পর্যন্ত তার প্রিয় শিক্ষক উদয় স্যার এর কাছে আর্ট শিখেছে।
বিভিন্ন সময় বিভিন্ন প্রতিযোগীতায় অংশ নিয়ে অনেক পুরুষ্কারও অর্জন করেছেন।
ছবি আঁকতে গিয়ে ভাল লাগা বা খারাপ লাগা স্মৃতির কথা জনাতে চাইলে শোভন জানান,"সব গুলা চিত্রই আমার খুবই প্রিয় তাই প্রতিটা মূহুর্ত আমার ভালো লাগে।তবে ইদানিং এর মধ্যে কিছু খারাপ লাগা স্মৃতি আছে।চিত্রকলার কোনো অশ্লীলতা হয় না।অশ্লীল হয় মানুষের মন।প্রতিটি চিত্রের মধ্যেই শিল্পীর অনেক গভীর চিন্তা ভাবনা ও ভাব এর প্রকাশ পায় কিন্তু কিছু মানুষ এটা না বুঝে তারা আমার অঙ্কিত কিছু ছবি দেখে উল্টা পাল্টা মন্তব্য করে।
শোভনের চিত্রকর্ম
ছবি আঁকায় তাকে সবাই কম-বেশি অনুপ্রেরণা দেয়।তবে এ ক্ষেত্রে তার মা-বাবা,দিদি আর বন্ধুদের অবদান অনেক বেশি বলে মনে করেন তরুন এই চিত্র শিল্পী। ছবি আকা,প্রোগ্রামিং করা আর ঘুরে বেড়ানোই শোভনের প্রিয় শখ।
ছবি আঁকতে যেমন ভালবাসেন তেমনি সারাজীবন আর্ট চালিয়ে যাওয়ার স্বপ্ন দেখেন তরুণ চিত্রশিল্পী শোভন।
Comments
Post a Comment