Skip to main content

পিরোজপুরের স্কুটি কন্যা চন্দ্রিকা

লিখেছেন:জি,এম-আদল 

চন্দ্রিকা মন্ডল

প্রবাদ আছে --'যে রাঁধে সে চুলও বাঁধে'। স্কুটি কন্যা চন্দ্রিকার ক্ষেত্রে  নতুন ভাবে বলা যেতেই পারে--যে রাঁধে সে স্কুটিও চালায়।
নারী আজ আবদ্ধ খাঁচা ভাঙতে শিখেছেন। সমাজের প্রচলিত ধ্যান-ধারণা থেকে বেরিয়ে স্বাধীনভাবে পথ চলছেন। নারীর পরাধীনতার চার দেয়াল ভেঙে  দিয়েছে তার অসীম আত্মবিশ্বাস। নারীর পথচলায় গতি ফেরাতে অনুকরণীয় হয়েছেন অনেকই। কেউ নৃত্যে মঞ্চ মাতাচ্ছেন, কেউ বা গবেষণাগারে মহামারির ভ্যাক্সিন আবিষ্কার করছেন,কেউবা মহাকাশে পাড়ি জমাচ্ছেন আবার কেউবা স্কুটি চালিয়ে রাজপথ দাপিয়ে বেড়াচ্ছেন। এই দৃশ্যমান পথচলায় আসে অনেক বাধা, শুনতে হয় অনেকের কথা। চন্দ্রিকার মতে,  "অধিকার কেউ দিয়ে দেয় না, নিজের অধিকার নিজেকেই আদায় করে নিতে হয়।" কথাগুলো বলছিলেন বহুগুনে গুনান্বিত পিরোজপুর জেলার নাজিরপুরের মেয়ে চন্দ্রিকা মন্ডল। 
২০১২ সালে নাজিরপুর বালিকা বিদ্যালয় থেকে 
এস.এস.সি এবং ২০১৪ সালে নাজিরপুর শহীদ জিয়া কলেজ থেকে  এইচ.এস.সি পাস করে বর্তমানে  পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী  কলেজে বাংলা বিভাগে  অনার্স  শেষ বর্ষে  পড়ছেন। বিভিন্ন ভাবে মেলে ধরেছেন নিজের প্রতিভাকে।প্রতিভা বিকাশের মাধ্যমে হয়ে উঠেছে সবার প্রিয় মুখ।নানা অঙ্গনে প্রতিভার বিকাশ ঘটিয়েছেন চন্দ্রিকা।তিনি যেমন চালান স্কুটি,তেমনি নিপুন হাতে আঁকেন ছবি,মাঝে মাঝে কবিতা আবৃতিও করে থাকেন।
এত গুণ কিভাবে অর্জন করলেন জানতে চাইলে  
চন্দ্রিকা বলেন, "ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল বাইক চালানো শেখার,সাইকেল চালাতে পারতাম। আমার একটা বন্ধু ছিলো মিঠুন মজুমদার, ওকে মনের ইচ্ছাটা বললাম যে, আমার বাইক চালাতে ইচ্ছে করে,পরে ওই মূলত আমাকে ফাস্ট বাইক চালানো শিখায়।
যখন স্কুটি বা বাইক  চালাই, কত লোকে কত কিছু বলে,মেয়ে হয়ে বাইক চালানোটা কিছু কিছু লোক  স্বাভাবিক ভাবে দেখে না, অনেকে খারাপ মন্তব্য করেন, বেশিরভাগ লোক তাকিয়ে থাকে। অনেক অনেক ছেলেরা বলে আপু আমাদের একটু নিয়ে যান।  মুরুব্বিরা বলে মেয়েটার কি সাহস।তবে ভাল লাগার ব্যাপার হচ্ছে, অনেকে আবার উৎসহও দিয়ে থাকে।অনেক মেয়েরা আমাকে দেখে উৎসাহ পায়। অনেক মেয়েরা আমার কাছে চালানো শিখতে চায়।
মা হচ্ছে আমার বড় শক্তি,মা আমাকে সব ভাল কাজে সাপোর্ট করে।
চন্দ্রিকা মন্ডলের আঁকা ছবি

ছবি আঁকার প্রতিভার গল্প করতে গিয়ে স্কুটি কন্যা চন্দ্রিকা আরো বলেন,আমার বাবা একজন আর্টিস্ট ছিলেন,তিনি ছবি আঁকতেন এবং লিখতেন।সে যখন মারা গেছে তখন আমার এক বছর বয়স ছিল, তখন বোঝার মত বয়স আমার হয়নি, তারপর থেকে নিজের প্রচেষ্টায় শেখা বলতে পারেন ছবি আঁকার ক্ষেত্রে বাবাই আমার অনুপ্রেরণা।আমার আর্ট কলেজে পড়ার ইচ্ছে ছিল কিন্তু সামর্থ্য আর একা একা হয়ে ওঠেনি।আমার জীবনে মাই হচ্ছে সব।মা ই বাবা, মা ই মা।মা আমার জীবনের সবচেয়ে বড় শক্তি।"
শিশুদের সাথে চন্দ্রিকা মন্ডল

চন্দ্রিকার ভবিষ্যৎ স্বপ্ন সমস্ত কিছু তার মা ও দেশের মানুষকে নিয়ে।স্বাবলম্বী হয়ে মায়ের পাশে দাঁড়াতে চায় এই স্কুটি বালিকা।তার ইচ্ছে একজন শিক্ষিকা হওয়ার।মেয়েদের বাইক চালানো শিখানো নিয়ে তিনি  একটি প্রাতিষ্ঠানিক গ্রুপ করতে চায়।পাশাপাশি দেশের অসহায় দরিদ্র পথশিশুদের জন্য ভাল কিছু  করার ইচ্ছা আছে চন্দ্রিকা নামের এই স্কুটি কন্যার।

Comments

Popular posts from this blog

দোকান,ব্যাংক-বীমা,অফিস স্পেস ভাড়া বিজ্ঞপ্তি: ফেব্রুয়ারি ২০২৪🏡

  পিরোজপুর জেলার বিভিন্ন জায়গায় এই দোকান,ব্যাংক-বীমা,অফিস স্পেসগুলো ভা ড়া হবে। নিচের তালিকা থেকে খুঁজে নিন আপনার প্রয়োজনীয় স্পেস টি: ১)বিবরণ :  ভাড়া হবে ব্যাংক/ বিমা/ অফিস    ৪ তলায় ছাদ দেয়া আছে ইচ্ছে মতো করে দেয়া যাবে।  লোকেশন: পারেরহাট রোড, ম্যালেরিয়া পুল, ওয়ালটন সার্ভিস সেন্টার বিল্ডিং।  যোগাযোগ : 01611200299         : 01711570893 ২) বিবরণ:  পৌরসভার স্টল এর একটি দোকান ভাড়া দেওয়া হইবে। লোকেশন: পিরোজপুর শহরের রাজারহাট বাটা শোরুমের বিপরীত পাশে।  যোগাযোগ : 01718050094 ৩) বিবরণ : বিল্ডিংয়ের দ্বিতীয় এবং তৃতীয় তলা ভাড়া দেয়া হবে  ব্যাংক অথবা ব্যবসা প্রতিষ্ঠান এর জন্য।  বর্তমানে বিল্ডিংয়ের প্রথম তলায় আছে,   বাংলাদেশের সনামধন্য গার্মেন্টস পন্যের ব্যবসা প্রতিষ্ঠান "ADLIB". দ্বিতীয় তলা = অগ্রিম ৬ লক্ষ টাকা এবং মাসিক ভাড়া ২১০০০ টাকা। তৃতীয় তলা = অগ্রিম ৫ লক্ষ টাকা এবং মাসিক ভাড়া ১৫০০০ টাকা। লোকেশন: পিরোজপুর সদর রোড, সাধনা ব্রিজ সংলগ্ন, যোগাযোগ : ০১৭১২৭৪৪৫৩৬ বি.দ্র: দ্রুত সময়ের মধ্যে আপনার ...

দোকান,ব্যাংক-বীমা,অফিস স্পেস ভাড়া বিজ্ঞপ্তি: মার্চ ২০২৪🏡

  পিরোজপুর জেলার বিভিন্ন জায়গায় এই দোকান,ব্যাংক-বীমা,অফিস স্পেসগুলো ভাড়া হবে। নিচের তালিকা থেকে খুঁজে নিন আপনার প্রয়োজনীয় স্পেস টি: ১) শোরুম/ ব্যাংক/কোচিং সেন্টার/ ক্লিনিক/ ডায়াগনস্টিক সেন্টার/চাইনিজ রেস্টুরেন্ট এর জন্য ভাড়া দেওয়া হবে।  বিবরন: ফ্লোর সাইজ ১ম তলা  ৩০০০ এবং ২য় তলা ৩৫০০ স্কয়ার ফিট।১ম ও ২য় তলা কমার্শিয়াল স্পেস (শোরুম/ ব্যাংক/কোচিং সেন্টার/ ক্লিনিক/ ডায়াগনস্টিক সেন্টার/চাইনিজ রেস্টুরেন্ট এর জন্য) ভাড়া দেওয়া হবে।  লোকেশন: পিরোজপুর জেলা শহরের প্রানকেন্দ্রে সালাম প্লাজা।  যোগাযোগ:  01711902109 ২) অফিস/শো-রুম/ডিপো এর জন্য ভাড়া হবে🏠 বিবরন:২৩০০ SFT নীচতলা ও ২য় তলা সহ একত্রে অথবা আলাদা ভাবে ভাড়া হবে। লোকেশন: সোহরাওয়ার্দী কলেজ রোড, মেইন রোডের সাথে। গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে। যোগাযোগ: ০১৭১১৭৮৪২৩০ বি.দ্র: দ্রুত সময়ের মধ্যে আপনার মনের মতো বাসা খুঁজে পেতে আমার পিরোজপুর.কম থেকে নিতে পারেন Search Home সার্ভিস। মনে রাখবেন, যারা বাসা ভাড়া দিতে চান তাদের জন্য আমার পিরোজপুর.কম এর পক্ষ থেকে রয়েছে Smart To-Let সার্ভিস। আর যারা বাসা ভাড়া নিতে চান তাদের জ...

জানুয়ারি ২০২৪ এর জমি বিক্রির কিছু বিজ্ঞপ্তি 🪧

পিরোজপুর জেলার বিভিন্ন উপজেলায় জমিগুলো বিক্রি হবে। ১.পিরোজপুর পৌরসভার মধ্যে জেলা স্টেডিয়ামের দক্ষিণ পাশে আহসান হাবীব রোডে একসাথে, একদাগে ৮ শতাংশ করে ২টি প্লট, মোট ১৬ শতাংশ বাড়ি করার উপযোগি উচু জায়গা বিক্রয় করা হইছে। যোগাযোগ :(নামাজের সময় ব্যতীত) 01718050094 01734034194ll. ২.পিরোজপুর সোহরাওয়ার্দী কলেজের রোড থেকে একটু সামনে ওয়াটার অব্দা রোড়ে জমি বিক্রয় হবে। বিবরণ: প্রয়োজন মত নিতে পারবেন 4/5/6 শতক। যোগাযোগ: 01752900135 ৩.পিরোজপুর  বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েত আফিসের পাশে টিনের ঘর সহ জায়গা বিক্রি করা হবে। যোগাযোগ: ০১৯১৮-২৯২৭০৪ ৪. জমি : শতাংশ ৫০ মালিক: মো: মজিবর আকন ভরাটকৃত জমি বাড়ি করার জন্য উপযুক্ত জমি কোন ধরনের মাটি দিতে হবে না,  জমিতে সুপা‌রি বাগান ও নাল জ‌মি।  সমস্ত ডকুমেন্ট খাজনা খারিজ আপটুডেট। বিস্তারিত জানতে নিম্ন ফোন নম্ব‌রে যোগাযোগ করুন: ঠিকানা :মঠবা‌ড়িয়া আলিম সি‌নেমা হ‌লের পার্শ্ববর্তী রাস্তা, আলহাজ্ব আজিজ খলিফার মাদ্রাসার পশ্চিম পাশে,মঠবাড়িয়া, পিরোজপুর যোগাযোগ : 01717422282 ৫. জমি দাতা: মারুফুল আলম জমির ঠিকানা: উত্তর মিঠাখালী সরকারি পোস্ট অফিস সং...