টিয়ারখালী মজিদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়
টিয়ারখালী মজিদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়টি মঠবাড়িয়া উপজেলার টিয়ারখালী গ্রামে অবস্হিত। দেশ স্বাধীন হওয়ার কিছুকাল পরে টিয়ারখালীর জনগন এলাকায় একটি বিদ্যালয়ের অভাব অনুভব করে।তারই ধারাবাহিকতায় ১ জানুয়ারি ১৯৭৫ সালে টিয়ারখালী মজিদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়টি স্থাপিত হয়।জনাব আব্দুর রব হাওলাদার এবং জনাব আব্দুল হক হাওলাদার এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন এবং দেড় একর জমি দান করেন এবং তাদের পিতার নাম অনুসারে এ বিদ্যালয়ের নামকরন করা হয় টিয়ারখালী মজিদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়।বিদ্যালয়টি ১জানুয়ারি ১৯৮১ নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হিসেবে স্বীকৃতি লাভ করে।এই নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম প্রধান শিক্ষক ছিলেন জনাব হারুন অর রসিদ।পরবর্তীতে ১ জানুয়ারি ১৯৯০ সালে পূর্নাঙ্গ মাধ্যমিক বিদ্যালয় হিসেবে স্বীকৃতি লাভ করে। জনাব এম এ ওহাব এই পূর্নাঙ্গ মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম প্রধান শিক্ষক এবং বর্তমান সময় পর্যন্ত এই পদে কর্মরত আছেন।বর্তমানে বিদ্যালয়ের পাসের হার জে এস সি ৮৯.৮২%, এস এস সি ৮০.৬৯%। এটি একটি সংযুক্ত বিদ্যালয় : ছেলে মেয়ে উভয়কেই পাঠদান করা হয়। এ বিদ্যালয়ে শুধু দিবা সিফটে পাঠদান করা হয়। এ বিদ্যালয়ে তিনটি বিভাগ প্রচলিত আছে : বিজ্ঞান বিভাগ, বানিজ্য বিভাগ এবং মানবিক বিভাগ।এই বিদ্যালয়ে একটি কাঠের ভবন ও দুটি পাকা ভবন আছে।বিদ্যালয়ের কোড( EIIN) ১০২৭৪৯এমপিও(MPO) নাম্বার ৫৪০৫০৪১৩০৩। ইউনিয়নের বিদ্যালয় হলেও এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক সুনাম অর্জন করেছে। নানা সরকারি বেসরকারি চাকুরিতে নিজেদের অবস্হান নিশ্চিত করেছে।
লিখেছেন:জি,এম-আদল
Post a Comment