পিরোজপুরে কঁচা নদীর তীর ঘেঁষে গড়ে উঠছে দক্ষিণের অন্যতম বিনোদন কেন্দ্র হরিণপালা রিভার ভিউ ইকো পার্ক। মনোরম এই পার্কে বিভিন্ন ধরনের রাইড ছাড়াও আছে চমৎকার পানির ফোয়ারা। রয়েছে কৃত্রিমভাবে তৈরি পশুপাখিও। ছুটির দিনগুলোতে এই ইকো পার্কে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় থাকে।
পিরোজপুর (Pirojpur) জেলার ভাণ্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়নে কঁচা নদীর তীরে ২০১৪ সালে ৬ একর জায়গার উপর হরিণপালা রিভার ভিউ ইকোপার্ক (Horinpala River View Eco Park) গড়ে তোলা হয়েছে। নদীর ঢেউ, কাশবন, পাখির কলকাকলীতে মুখর চমৎকার এই পার্কে রয়েছে নান্দ্যনিক ফোয়ারা, ওয়াচ টাওয়ার, পশুপাখির ভাস্কর্য, ঘোড়ার গাড়ি, টয় ট্রেন এবং বিভিন্ন আকর্ষণীয় রাইড। আরও আছে সুবিশাল পুকুরে নৌকায় চড়ে বেড়ানোর সুযোগ।
হরিণপালা রিভার ভিউ ইকোপার্কের পাশে ৭৪ একর জায়গা জুড়ে হরিণ ও পাখির অভয়ারণ্য গড়ে তোলা হয়েছে, যা ইকোপার্কের সৌন্দর্য আরো বহুগুণ বাড়িয়ে তোলেছে। পার্কের রেস্টুরেন্টে আছে বাংলা চাইনিজ সহ বাহারি খাবারের আয়োজন। আর দর্শনার্থীরা চাইলে পার্কটিতে রাত্রিযাপন করতে পারেন।
কিভাবে যাবেন
ঢাকা থেকে সড়ক ও নৌপথে পিরোজপুর জেলায় যাওয়া যায়। গাবতলী এবং সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে বিভিন্ন পরিবহনের বাস নিয়মিতভাবে পিরোজপুরের পথে যাত্রা করে। গাবতলী অথবা সায়েদাবাদ থেকে বিভিন্ন পরিবহন বাস প্রতিদিন ভান্ডারিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়।
ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে প্রতিদিন সন্ধ্যায় লঞ্চ ভান্ডারিয়ার উদ্দেশ্যে যাত্রা করে।
এর পরে ভান্ডারিয়া বাস স্টান্ড অথবা ভান্ডারিয়া লঞ্চঘাট থেকে পিরোজপুর অথবা বরিশাল জেলা হতে মঠবাড়িয়াগামী গাড়ি করে তুষখালী নামক স্থানে নেমে রিকশা, মোটরসাইকেল এবং অটো রিকশার মত স্থানীয় পরিবহণে চরে হরিণপালা রিভার ভিউ ইকোপার্ক যেতে পারবেন।
লিখেছেন:জি,এম-আদল
Comments
Post a Comment