Skip to main content

গ্রামে বসেই মাল্টিন্যাশনাল কোম্পানির কান্ট্রি হেড শুভ


লিখেছেন :জি,এম-আদল

নেতৃত্বের ক্ষেত্রে বয়স যে কোনও বাধা নয় তা শুভকে দেখলেই বোঝা যায়। মাত্র ২৩ বছর বয়সে শুভ একটা মাল্টিন্যাশনাল কোম্পানির বাংলাদেশের কান্ট্রি হেড।
এই তরুনের পূর্ণ নাম ফাহাদ বিন হুসনে আলী । বন্ধু এবং পরিবারে  তাকে শুভ বলেই ডাকে।  বাংলা নববর্ষের শুভ দিনে তার জন্ম হওয়ায় মা বাবা তার নাম রেখেছিল শুভ।
বাবার চাকরি সুত্রে জন্ম ভোলায়। ক্লাস ফোর পর্যন্ত পড়ালেখা মাদারীপুরে। মাধ্যমিকে পড়াশুনা করেছে মঠবাড়িয়ায়, পরবর্তীতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং করেছে খুলনায়।
ছেলেটি প্রাতিষ্ঠানিক পড়াশুনার  ঘোর বিরোধী। তার মতে গোটা দুনিয়ার লেখাপড়া ব্যাবস্থা হল শিক্ষার্থীর স্মৃতিশক্তি পরীক্ষা করা যেখানে  ব্যাবস্থাটা হওয়া উচিত ছিল কে কতটুকু  বুদ্ধিমান সেই আঙ্গিকে।তাই
 ব্যাকডেটেড এডুেকশন মেথডকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বর্তমানে সে অনলাইনেই পড়াশুনা করছে ব্লকচেইন ও ডাটা ম্যানেঞ্জমেনট নিয়ে ।
বর্তমানে শুভ নেদারল্যান্ডস ভিত্তিক কো-ওয়ারকিং কোম্পানি  seats2meet এর বাংলাদেশ এর কান্ট্রি হেড।seats2meet এর কাজ হল সারা বিশ্বের ছোট ছোট উদ্যক্তাদের জন্য মিনি অফিস, মিটিং স্পেস করে দেয়া। এর বাইরেও হসপিটালিটি ভিত্তিক লোকেশনগুলোকে সফটওয়্যার সলিউশন  দিয়ে থাকে কোম্পানিটি। এরই মধ্যে ২৯টির বেশি দেশে কোম্পানিটি কাজ করছে।
এত পেশা থাকতে এই পেশাকে বাছাইয়ের কারন জানতে চাইলে শুভ জানান, "এই পেশায় আসার এক মাত্র কারন হল আমি অফিস সংস্কৃতির বেড়াজালে থাকতে  নারাজ। কম্পিউটার ভালবাসি, ভালবাসি একটু স্বাধীন থাকতে। এমনও অনেক হয় যে ৪ ঘন্টার একটা ফ্লাইটে বসে আমি ১ দিনের কাজ শেষ করে ফেলেছি। ফ্লেক্সিবিলিটি ইজ এভ্রিথিং।”
তরুণদের জন্য কিছু করতে চায় সে। শুভযাত্রা নামে তার একটি ওয়বসাইট রয়েছে। ওখানে সে তার ভ্রমণ গল্প লেখে। তার মতে সবার একটা ভ্রান্ত ধারনা ভ্রমণ শুধু ধনীরা করতে পারে। কথাটি মোটেও সত্য না। ভ্রমণ করতে লাগে ডেডিকশন। সেই ডেডিকেশন যোগাতেই  শুভযাত্রার যাত্রা শুরু করেছেন ফাহাদ বিন হুসনে আলী (শুভ)।তার কোম্পানির হয়ে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে যেমন তার গর্ব  লাগে  তেমনি  ভ্রমণকারী হওয়া  ছিল তার ছেলেবেলার স্বপ্ন। তাই যেদিন অনেক টাকা হবে সেদিন সব ছেড়ে শুধু দুনিয়া ঘুরার স্বপ্ন দেখে এই তরুন। সে স্বপ্ন দেখে একদিন তার চোখে দুনিয়া দেখার স্বপ্ন দেখবে  হাজার তরুণ।
 এখন পর্যন্ত বিশ্বের   ৬টি দেশ ঘুরেছে শুভ। ভারত, নেপাল, ভুটান, ইন্দোনেশিয়া, কম্বডিয়া, ভিয়েতনাম। শুভ ভ্রমণের ক্ষেত্রে কখনই দেশ হিসাব করেনা সে। কতগুলো শহর দেখলো আর কত মানুষের সাথে মিশলো সেটাই শুভর কাছে মুখ্য। এ বিষয়ে কথা বলতে গিয়ে শুভ বলে ”কেউ যদি ঢাকা এসে বলে আমি বাংলাদেশ দেখেছি, আপনার কেমন লাগবে? বাংলাদেশি বেশিরভাগ ভ্রমণকারীর অবস্থা ঠিক এইরকম। প্রোফাইলে নানান দেশের পতাকা নয় বরং যে দেশে গেলেন সেই দেশের সংস্কৃতির সাথে কতটুকু মিশলেন সেটা নিজেকে প্রশ্ন করুন। ভ্রমণ হোক নিজের জন্য। ”শুভর চোখে এখন গোটা দুনিয়া দেখার স্বপ্ন।
ফাহাদ বিন হুসনে আলী (শুভ) স্বপ্ন দেখে একদিন তার ইনিশিয়েটিভ থেকে গ্রাম বাংলার হাজার তরুণ প্রযুক্তি বিষয়ে শিখবে। তারাও দুনিয়ার বুকে নিজেকে, নিজের স্বপ্নকে মেলে ধরবে।  এই ব্রিটিশ আমলের শিক্ষা ব্যাবস্থাটার পরিবর্তন হবে, ভাল শিক্ষা সব কিছু পরিবর্তন করে দেবে।শহরের চেয়ে গ্রামকেই ভালবাসে শুভ।তিনি মনে করেন প্রযুক্তির এই যুগে গ্রামে বসেও বিশ্ব জয় করা সম্ভব।

Comments

Popular posts from this blog

দোকান,ব্যাংক-বীমা,অফিস স্পেস ভাড়া বিজ্ঞপ্তি: ফেব্রুয়ারি ২০২৪🏡

  পিরোজপুর জেলার বিভিন্ন জায়গায় এই দোকান,ব্যাংক-বীমা,অফিস স্পেসগুলো ভা ড়া হবে। নিচের তালিকা থেকে খুঁজে নিন আপনার প্রয়োজনীয় স্পেস টি: ১)বিবরণ :  ভাড়া হবে ব্যাংক/ বিমা/ অফিস    ৪ তলায় ছাদ দেয়া আছে ইচ্ছে মতো করে দেয়া যাবে।  লোকেশন: পারেরহাট রোড, ম্যালেরিয়া পুল, ওয়ালটন সার্ভিস সেন্টার বিল্ডিং।  যোগাযোগ : 01611200299         : 01711570893 ২) বিবরণ:  পৌরসভার স্টল এর একটি দোকান ভাড়া দেওয়া হইবে। লোকেশন: পিরোজপুর শহরের রাজারহাট বাটা শোরুমের বিপরীত পাশে।  যোগাযোগ : 01718050094 ৩) বিবরণ : বিল্ডিংয়ের দ্বিতীয় এবং তৃতীয় তলা ভাড়া দেয়া হবে  ব্যাংক অথবা ব্যবসা প্রতিষ্ঠান এর জন্য।  বর্তমানে বিল্ডিংয়ের প্রথম তলায় আছে,   বাংলাদেশের সনামধন্য গার্মেন্টস পন্যের ব্যবসা প্রতিষ্ঠান "ADLIB". দ্বিতীয় তলা = অগ্রিম ৬ লক্ষ টাকা এবং মাসিক ভাড়া ২১০০০ টাকা। তৃতীয় তলা = অগ্রিম ৫ লক্ষ টাকা এবং মাসিক ভাড়া ১৫০০০ টাকা। লোকেশন: পিরোজপুর সদর রোড, সাধনা ব্রিজ সংলগ্ন, যোগাযোগ : ০১৭১২৭৪৪৫৩৬ বি.দ্র: দ্রুত সময়ের মধ্যে আপনার ...

দোকান,ব্যাংক-বীমা,অফিস স্পেস ভাড়া বিজ্ঞপ্তি: মার্চ ২০২৪🏡

  পিরোজপুর জেলার বিভিন্ন জায়গায় এই দোকান,ব্যাংক-বীমা,অফিস স্পেসগুলো ভাড়া হবে। নিচের তালিকা থেকে খুঁজে নিন আপনার প্রয়োজনীয় স্পেস টি: ১) শোরুম/ ব্যাংক/কোচিং সেন্টার/ ক্লিনিক/ ডায়াগনস্টিক সেন্টার/চাইনিজ রেস্টুরেন্ট এর জন্য ভাড়া দেওয়া হবে।  বিবরন: ফ্লোর সাইজ ১ম তলা  ৩০০০ এবং ২য় তলা ৩৫০০ স্কয়ার ফিট।১ম ও ২য় তলা কমার্শিয়াল স্পেস (শোরুম/ ব্যাংক/কোচিং সেন্টার/ ক্লিনিক/ ডায়াগনস্টিক সেন্টার/চাইনিজ রেস্টুরেন্ট এর জন্য) ভাড়া দেওয়া হবে।  লোকেশন: পিরোজপুর জেলা শহরের প্রানকেন্দ্রে সালাম প্লাজা।  যোগাযোগ:  01711902109 ২) অফিস/শো-রুম/ডিপো এর জন্য ভাড়া হবে🏠 বিবরন:২৩০০ SFT নীচতলা ও ২য় তলা সহ একত্রে অথবা আলাদা ভাবে ভাড়া হবে। লোকেশন: সোহরাওয়ার্দী কলেজ রোড, মেইন রোডের সাথে। গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে। যোগাযোগ: ০১৭১১৭৮৪২৩০ বি.দ্র: দ্রুত সময়ের মধ্যে আপনার মনের মতো বাসা খুঁজে পেতে আমার পিরোজপুর.কম থেকে নিতে পারেন Search Home সার্ভিস। মনে রাখবেন, যারা বাসা ভাড়া দিতে চান তাদের জন্য আমার পিরোজপুর.কম এর পক্ষ থেকে রয়েছে Smart To-Let সার্ভিস। আর যারা বাসা ভাড়া নিতে চান তাদের জ...

জানুয়ারি ২০২৪ এর জমি বিক্রির কিছু বিজ্ঞপ্তি 🪧

পিরোজপুর জেলার বিভিন্ন উপজেলায় জমিগুলো বিক্রি হবে। ১.পিরোজপুর পৌরসভার মধ্যে জেলা স্টেডিয়ামের দক্ষিণ পাশে আহসান হাবীব রোডে একসাথে, একদাগে ৮ শতাংশ করে ২টি প্লট, মোট ১৬ শতাংশ বাড়ি করার উপযোগি উচু জায়গা বিক্রয় করা হইছে। যোগাযোগ :(নামাজের সময় ব্যতীত) 01718050094 01734034194ll. ২.পিরোজপুর সোহরাওয়ার্দী কলেজের রোড থেকে একটু সামনে ওয়াটার অব্দা রোড়ে জমি বিক্রয় হবে। বিবরণ: প্রয়োজন মত নিতে পারবেন 4/5/6 শতক। যোগাযোগ: 01752900135 ৩.পিরোজপুর  বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েত আফিসের পাশে টিনের ঘর সহ জায়গা বিক্রি করা হবে। যোগাযোগ: ০১৯১৮-২৯২৭০৪ ৪. জমি : শতাংশ ৫০ মালিক: মো: মজিবর আকন ভরাটকৃত জমি বাড়ি করার জন্য উপযুক্ত জমি কোন ধরনের মাটি দিতে হবে না,  জমিতে সুপা‌রি বাগান ও নাল জ‌মি।  সমস্ত ডকুমেন্ট খাজনা খারিজ আপটুডেট। বিস্তারিত জানতে নিম্ন ফোন নম্ব‌রে যোগাযোগ করুন: ঠিকানা :মঠবা‌ড়িয়া আলিম সি‌নেমা হ‌লের পার্শ্ববর্তী রাস্তা, আলহাজ্ব আজিজ খলিফার মাদ্রাসার পশ্চিম পাশে,মঠবাড়িয়া, পিরোজপুর যোগাযোগ : 01717422282 ৫. জমি দাতা: মারুফুল আলম জমির ঠিকানা: উত্তর মিঠাখালী সরকারি পোস্ট অফিস সং...