Skip to main content

পিরোজপুরের জনপ্রিয় বাইক স্টান্ট রাইডার আকিব


লিখেছেন:জি,এম-আদল 

বাইকে করে ঘোরাঘুরি,বাইক স্টান্ট এ সবই যেন আকিবের নেশা।মোটরবাইক নিয়ে স্টান্ট মানেই প্রতি মুহূর্তে ঝুঁকি। জীবনও চলে যেতে পারে।তবু কেন এতো ‘স্টান্টবাজি?’। কথায় আছে "নো রিস্ক নো গেইন”।আর তারুণ্যের নেশাই হচ্ছে সাফল্যের লক্ষ্যে ঝুঁকি নেয়া।ঝুঁকি ছাড়া সাফল্য অধরাই থেকে যায়।
বাহন হিসেবে বাইক আমাদের কাছে যতটা জনপ্রিয় ততটা বিপজ্জনকও বটে। বাইক দুর্ঘটনার শিকার হয়ে অনেকের অঙ্গহানি এমনকী মৃত্যুর ঘটনাও প্রায়ই ঘটে থাকে। আবার এই বাইকটাকে অনেকে এমনভাবে কব্জা করেছেন, তাদের স্টান্ট দেখলে চোখ কপালে ওঠে! বুকের ভেতর দুরুম দুরুম শব্দ হতে থাকে, এই বুঝি বাইক থেকে ছিটকে গেল রাইডার।
কারো কারো বাইক স্টান্ট দেখলে জাদুশিল্পীদের জাদুর মায়াজালে মোহিত হওয়ার মতো অবস্থা হবে আপনার ।তেমনি এক বাইক স্টান্টারের নাম আকিব।

২১ বছরের এই তরুনের পুরো নাম আকিবুর রহমান। জন্ম, বেড়ে ওঠা পিরোজপুরেই।পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক, পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করে বর্তমানে মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ এ ম্যানেজমেন্ট এ স্নাতক পড়ছে।
ছোট বেলা থেকেই সাইকেলের প্রতি অসম্ভব রকমের দুর্বলতা ছিল আকিবের।সেই দুর্বলতা থেকেই ধীরে ধীরে বাইক স্টান্ট এর প্রতি ঝোক।
২০১৩-২০১৪ সালের দিকে  স্টান্ট লাইফের  প্রতি ঝোক বাড়লেও পড়াশুনার চাপের কারনে তখন ওতটা নিয়মিত হয়ে ওঠা হয়নি।২০১৯ এর দিকে মূলত পেশাদারিত্বের সাথে বাইক স্টান্ট  শুরু করে আকিব ।
আকিব আক্ষেপ করে বলে,”বিদেশে কিন্তু বিদেশিরা  বাইকস্টান্টকে একধরনের স্পোর্টস সেগমেন্ট বা খেলা হিসেবেই নেন।
অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে এখনও মানুষ স্টান্ট করাকে ভালোভাবে গ্রহণ করতে পারেনি। সাধারণ মানুষের অনেকেই এটাকে অপরাধ বলে মনে করেন।”
আকিব ২০১৯ সালে বাজাজ পালসারের উদ্যোগে এনটিভিতে বাইক স্টান্টভিত্তিক রিয়েলিটি শো ‘পালসার স্টান্ট ম্যানিয়া’ তে ১৩ তম হয়েছে,পেয়েছে প্রফেসনাল  স্টান্ট রাইডার এর সার্টিফিকেট। সেখান থেকে স্টান্ট বিষয়ে অনেক কিছু শেখার সুযোগ হয়েছে তার,নিজেকে করে তুলেছে আরো দক্ষ।

বাইক স্টান্ট করে দেশের অনেক বাইকার এবং অনেক মানুষের বাহবা পেয়েছে।
পরিবার থেকে আগে সমর্থন না দিলেও এখন সমর্থন দিচ্ছে।তবে সবসময়ই  এ ব্যপারে তার সবচেয়ে বেশি  সমথর্ন দিয়ে গেছে তার বন্ধুরা।
আকিব ঘুরতে ভালবাসে।বাইকে চেপে ভ্রমণ করেছেন দেশের দর্শনীয় অনেক স্থান।
তবে যারা  স্টান্ট করতে চায় তাদের ব্যাপারে আকিবের পরামর্শ ”সতর্কতা  মেনে সবসময় বাইক স্টান্ট করা উচিৎ।  সঠিক প্রস্তুতি আর ঠিকঠাক নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার করলে আঘাতের ঝুঁকি অনেকটাই কমে যায়।
বাইক স্টান্ট নিয়ে আকিবের স্বপ্ন জানতে চাইলে আকিব বলে, " স্টান্ট রাইডিং কে বাংলাদেশের সবার কাছে লিগ্যাললি আর একটা ভাল স্পোর্টস হিসেবে তুলে ধরতে চাই যাতে মানুষ এটাকে খারাপ বলতে না পারে।"
বাইক স্টান্ট এর মাধ্যমে বিশ্বের বুকে বাংলাদেশকে এবং নিজের জেলা পিরোজপুরকে অন্য রূপে পরিচয় করিয়ে দিতে চায় আকিব।

Comments

Popular posts from this blog

দোকান,ব্যাংক-বীমা,অফিস স্পেস ভাড়া বিজ্ঞপ্তি: ফেব্রুয়ারি ২০২৪🏡

  পিরোজপুর জেলার বিভিন্ন জায়গায় এই দোকান,ব্যাংক-বীমা,অফিস স্পেসগুলো ভা ড়া হবে। নিচের তালিকা থেকে খুঁজে নিন আপনার প্রয়োজনীয় স্পেস টি: ১)বিবরণ :  ভাড়া হবে ব্যাংক/ বিমা/ অফিস    ৪ তলায় ছাদ দেয়া আছে ইচ্ছে মতো করে দেয়া যাবে।  লোকেশন: পারেরহাট রোড, ম্যালেরিয়া পুল, ওয়ালটন সার্ভিস সেন্টার বিল্ডিং।  যোগাযোগ : 01611200299         : 01711570893 ২) বিবরণ:  পৌরসভার স্টল এর একটি দোকান ভাড়া দেওয়া হইবে। লোকেশন: পিরোজপুর শহরের রাজারহাট বাটা শোরুমের বিপরীত পাশে।  যোগাযোগ : 01718050094 ৩) বিবরণ : বিল্ডিংয়ের দ্বিতীয় এবং তৃতীয় তলা ভাড়া দেয়া হবে  ব্যাংক অথবা ব্যবসা প্রতিষ্ঠান এর জন্য।  বর্তমানে বিল্ডিংয়ের প্রথম তলায় আছে,   বাংলাদেশের সনামধন্য গার্মেন্টস পন্যের ব্যবসা প্রতিষ্ঠান "ADLIB". দ্বিতীয় তলা = অগ্রিম ৬ লক্ষ টাকা এবং মাসিক ভাড়া ২১০০০ টাকা। তৃতীয় তলা = অগ্রিম ৫ লক্ষ টাকা এবং মাসিক ভাড়া ১৫০০০ টাকা। লোকেশন: পিরোজপুর সদর রোড, সাধনা ব্রিজ সংলগ্ন, যোগাযোগ : ০১৭১২৭৪৪৫৩৬ বি.দ্র: দ্রুত সময়ের মধ্যে আপনার ...

পিরোজপুর সদরের কিছু উল্লেখযোগ্য মজাদার খাবার ও খাবারের স্থানের নাম

১.আইচ পুরি ভান্ডার এর পুরি।দামুদার ব্রীজের ঠিক এক পাশেই ছোট্ট করে এই পুরির দোকান  । অনেক জায়গায় পুরি খেলেও এটাকে আপনার বেস্ট বলতে হবে কারন ডাল পুরিতে অনেক ডাল এবং আলু পুরিতে অনেক আলু দেয়।  সন্ধ্যার পর ভরপুর গরম গরম পুরি খাওয়ার লাইন‌ লাগে এই দোকানে । প্রতিটা পুরি মাত্র ৫ টাকা। যে পরিমাণ আলু,ডাল ‌ঠুসায় সেই তুলনায় দাম কমই বলা চলে।ট্রাই করতে পারেন কোন এক সন্ধ্যায় । ২.সিও অফিস, ডাচ বাংলা বুথের পাশের চায়ের দোকানের গরুর দুধের চা। ৩.জেলা পরিষদ সুপার মার্কেটে অবস্থিত ক্যাফে স্ট্রিট ফুড এর মালাই চা।পরিবেশন স্টাইল দারুন।দাম মাত্র ১৫ টাকা। ৪.দুলালের দধি ভান্ডারের রসগোল্লা, রসমালাই, দধি। ৫.ভাই ভাই মিস্টির দোকানের রসগোল্লা,দধি,রসমালাই। ৬.বেকুটিয়া ফেরিঘাটের রাস্তার পাশের ঝাল মুড়ি। ৭.পিরোজপুর পুরান বাসস্ট্যান্ডে খুলনা বাস কাউন্টারের পাশে দোকানের চিতই পিঠা।পিঠার সাথে মরিচ ভর্তা আর সরিষা ভর্তাটা জোশ লাগে। ৮.শেরে বাংলা মার্কেট এর বিপরীতে স্টার হোটেলে হট কফি। ৯.সিও অফিসের ওখানে ক্যাফে আল মদিনার চকলেট হট কফি,চকলেট কোল্ড কফি । দাম ৫০-৬০ টাকার মত লিখেছেন :জি,এম-আদল

দোকান,ব্যাংক-বীমা,অফিস স্পেস ভাড়া বিজ্ঞপ্তি: মার্চ ২০২৪🏡

  পিরোজপুর জেলার বিভিন্ন জায়গায় এই দোকান,ব্যাংক-বীমা,অফিস স্পেসগুলো ভাড়া হবে। নিচের তালিকা থেকে খুঁজে নিন আপনার প্রয়োজনীয় স্পেস টি: ১) শোরুম/ ব্যাংক/কোচিং সেন্টার/ ক্লিনিক/ ডায়াগনস্টিক সেন্টার/চাইনিজ রেস্টুরেন্ট এর জন্য ভাড়া দেওয়া হবে।  বিবরন: ফ্লোর সাইজ ১ম তলা  ৩০০০ এবং ২য় তলা ৩৫০০ স্কয়ার ফিট।১ম ও ২য় তলা কমার্শিয়াল স্পেস (শোরুম/ ব্যাংক/কোচিং সেন্টার/ ক্লিনিক/ ডায়াগনস্টিক সেন্টার/চাইনিজ রেস্টুরেন্ট এর জন্য) ভাড়া দেওয়া হবে।  লোকেশন: পিরোজপুর জেলা শহরের প্রানকেন্দ্রে সালাম প্লাজা।  যোগাযোগ:  01711902109 ২) অফিস/শো-রুম/ডিপো এর জন্য ভাড়া হবে🏠 বিবরন:২৩০০ SFT নীচতলা ও ২য় তলা সহ একত্রে অথবা আলাদা ভাবে ভাড়া হবে। লোকেশন: সোহরাওয়ার্দী কলেজ রোড, মেইন রোডের সাথে। গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে। যোগাযোগ: ০১৭১১৭৮৪২৩০ বি.দ্র: দ্রুত সময়ের মধ্যে আপনার মনের মতো বাসা খুঁজে পেতে আমার পিরোজপুর.কম থেকে নিতে পারেন Search Home সার্ভিস। মনে রাখবেন, যারা বাসা ভাড়া দিতে চান তাদের জন্য আমার পিরোজপুর.কম এর পক্ষ থেকে রয়েছে Smart To-Let সার্ভিস। আর যারা বাসা ভাড়া নিতে চান তাদের জ...