ডাঃ সুদেব সরকার পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা একজন সৃজনশীল ও স্বপ্নবাজ মানুষ।তাঁর বলিষ্ঠ নেতৃত্বে নাজিরপুর প্রাণিসম্পদের উন্নয়ন কার্যক্রম এগিয়ে চলছে। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস এর ৩৪ তম ব্যাচের একজন সদস্য। তাকে নিয়েই amarpirojpur.com এর আজকের আয়োজন। তার কাজের অভিজ্ঞতা,কর্মস্থলের নানা স্মৃতি এবং নাজিরপুর প্রাণিসম্পদ দপ্তর নিয়ে তার নানা ভাবনা তুলে ধরা হয়েছে সাক্ষাৎকারটিতে। সাক্ষাৎকার নিয়েছেন জেলা ব্রান্ডিং ওয়েবসাইট amarpirojpur.com এর সহ-প্রতিষ্ঠাতা জি.এম-আদল।সহযোগিতায় ছিলেন amarpirojpur.com এর আর এক সহ-প্রতিষ্ঠাতা সিরাজুম মুনিরা। জি,এম-আদলঃ স্যার আপনি নাজিরপুরে চার বছরের অধিক সময় কর্মরত আছেন, কর্মস্থল হিসেবে নাজিরপুরের পরিবেশ কেমন? ডাঃ সুদেব সরকার : কর্মস্থল হিসেবে নাজিরপুর খুবই চমৎকার। সবাই খুব সহযোগিতা পরায়ন। জি,এম-আদলঃ কাজ করতে গিয়ে নাজিরপুরে বিশেষ কোন স্মৃতি আছে কি? ডাঃ সুদেব সরকার : স্মৃতি তো আছেই৷ প্রতিদিনই নতুন নতুন অভিজ্ঞতা হয়ে থাকে।এই মুহুর্তে আমার একটি ঘটনার কথা মনে পড়ছে।সেদিন সম্তবত ছুটির দিন ছিল।যেহেতু বাসা অফিসের ভেতরেই...