Skip to main content

Posts

Showing posts with the label নাগরিক সংবাদ

এভারগ্রীন কমিউনিটি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর আয়োজনে মঠবাড়ীয়া মাসব্যাপী প্রাথমিক বিদ্যালয় সমুহে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে

এভারগ্রীন কমিউনিটি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর সার্বিক ব্যাবস্হাপনায় মঠবাড়ীয়া ১০নং হলতা  গুলিশাখালী ইউনিয়নে মাসব্যাপী প্রাথমিক বিদ্যালয় সমুহে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার আয়োজন করা হয়। এরই ধারাবাহিকতায় গত ১১ ফেব্রুয়ারী ১০৪নং লক্ষ্মণা সরকারি  প্রাথমিক বিদ্যালয়ে দু'দিন ব্যাপী প্রতিযোগিতার উদ্বোধন করেন ইসিডিএফ এর চেয়ারম্যান ও মঠবাড়ীয়া কল্যাণ সমিতির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আনছার উদ্দিন  । দ্বিতীয় পর্বে প্রধান অতিথি হিসাবে উপস্হিত থেকে পুরস্কার বিতরণ করেন মঠবাড়ীয়া উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি বিশিষ্ট সমাজ সেবক ইউসুফ মাহমুদ ফরাজী। আরোও উপস্থিত ছিলেন বিভিন্ন স্তরের রাজনৈতিক,  সামাজিক ও প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।

পিরোজপুর জেলার সকল উপজেলাবাসীও ফ্রী প্রশিক্ষণটি করে ফেলতে পারেন

লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট এর আওতায় ৬৪টি জেলায় এবং ৪৯২টি উপজেলায় ৫০ দিন ব্যাপী ২০০ ঘণ্টার ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন এবং ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণ কোর্সের রেজিস্ট্রেশন চলছে। রেজিস্ট্রেশন লিংকঃ http://ledp.ictd.gov.bd/registration

পিরেজপুর জেলা মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে শুরু হয়েছে অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা

পিরোজপুর জেলা মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা লেডিস ক্লাবে গতকাল ২৩  ফেব্রুয়ারি রবিবার থেকে শুরু হয়েছে অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা। উক্ত প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি রিজিয়া সুলতানা। এসময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবানা তানজিন,জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তাছলিমা আখতার সহ মহিলা ক্রীড়া সংস্থার অন্যান্য কর্মকর্তারা। মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তাছলিমা আখতার জানান, ২০ থেকে ৪০ বৎসর এবং ৪০ উর্ধ্ব বৎসর এই দুইটি গ্রুপে প্রায় একশ পঁয়ত্রিশ জন প্রতিযোগী লুডু,ক্যারম,দাবা সহ বিভিন্ন অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতায় একক ও দ্বৈতভাবে অংশগ্রহণ করছে।

পিরোজপুরে এস এম ই মেলা ২০২০ শুরু

          জেলা প্রশাসন,পিরোজপুর কর্তৃক আয়োজিত আঞ্চলিক ক্ষুদ্র ও কুটিরশিল্প(এসএমই) পণ্য মেলা -২০২০ এর জন্য বর্ণিল সাজে সেজেছে পিরোজপুর সরকারি উচ্চবিদ্যালয়ে মাঠ। মেলা আজ সকাল ১০ টায় র‍্যালি শোভাযাত্রার মাধ্যমে শুরু হয়।চলবে আগামী ২৯ ফেব্রুয়ারি ২০২০ রাত ৮ঃ৩০ পর্যন্ত।          মেলায় পিরোজপুর জেলার ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রদর্শন ও বিক্রয়ের ব্যবস্থাসহ বিভিন্ন দেশি-বিদেশি উদ্যোক্তা,আর্থিক প্রতিষ্ঠান প্রতিনিধিদের মিলনমেলা ঘটবে বলে আশাবাদী মেলা আয়োজন কর্তৃপক্ষ।          এছাড়াও মেলায় প্রতিদিন সন্ধ্যায় থাকবে উপজাতি শিল্পগোষ্ঠীসহ জনপ্রিয় সংগীত শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলায় আপনারা সবান্ধব আমন্ত্রিত।

ইতল বিতল গাছের পাতা গাছের তলায় ব্যাঙের ছাতা!! 🤡

লেখক: রিপন বিশ্বাস মঠবাড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর ফেসবুক থেকে সংগ্রহিত। সকাল সকাল বের হয়েছিলাম এস এস সি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনের জন্য। কেন্দ্রের কাছাকাছি পৌঁছে দেখি তখনও পরীক্ষা শুরু হতে আধা ঘণ্টা বাকী। অলস সময় নষ্ট না করে, কাউকে না বলে ঢুকে গেলাম পাশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণীর শ্রেণী কক্ষে। বাচ্চাদের চোখে মুখে বিস্ময়! এ তো আমাদের শিক্ষক নয়! তাদের কাছে কি কি বই আছে দেখতে চাইলাম। তারা অপরিচিত কাউকে বই দেখাতেও নারাজ! UNO, AC Land সে কোন ছার! চেনার সময় নেই! ভিন্নপথ ধরতে হল। ভাবলাম ওদের সাথে বন্ধুত্ব করবো আগে। নাম বললে প্রত্যেককে দুইটা করে লিচু লজেন্স দেব প্রমিস করে একে একে নাম জিজ্ঞেস করা শুরু করলাম। কি সুন্দর এক একটি নাম! জান্নাত, মিম, আব্দুল্লাহ, ইফতি, আল আমিন! এভাবে কাজ হলো। এবারে বই নিলাম। আমার বাংলা বই। কি ছড়া পড়েছো জিজ্ঞেস করলে বললো "ইতল বিতল"। কেউ কেউ মুখস্থ আবৃত্তি করেও শোনালো। তারপর সবাই মিলে একসাথে আবৃত্তি করলাম। চমৎকার সমস্বরে আবৃত্তি। ইতল বিতল গাছের পাতা গাছের তলায় ব্যাঙের মাথা বৃষ্টি পড়ে ভাঙ্গে ছাতা ডোবায় ডুবে ব্যাঙের মাথা! ব্যা

জনপ্রতিনিধি এমনই হওয়া উচিৎ

লিখেছেন: হৃদয় দে আকাশ ছবি তে যে লোকটিকে দেখছেন তিনি একজন জনপ্রতিনিধি কিছু দিন আগে উপ-নির্বাচনে তিনি ৩নং সদর ইউপির ২ নং ওয়ার্ডে জনগনের নিরঙ্কুস ভোটে মেম্বার নির্বাচিত হন, ঘরিতে সময় তখন ১ টা আমার ছোট বেলার বন্ধু মেহেদীর ছোট বোন অসুস্হ হাসপাতালে,যখন নিয়ে যাওয়া হচ্ছে তখনি রাস্তা থেকে রুবেল ভাইয়ের সাথে দেখা মেহেদীর, সে মেহেদীকে দেখে মেহেদীর সাথে হাসপাতালে গেল ডাক্তার ডাকলো মেডিসিন এর দোকান বন্ধ তখন, দোকানদার কে বাসা থেকে রুবেল ভাই নিয়ে এসে দোকান খুলিয়ে ঔসধ নিলো,ডাক্তার মেহেদীর বোন কে বাসায় নিয়ে যাওয়ার জন্য বললো কিন্তু এতো রাতে কোন কিছুই তো পাওয়া যাচ্ছিলো না, রুবেল ভাই কলেজ মোর গেল কিছু পেলো না তারপর দৌরে দক্ষিণ বাজার, উপজেলা রাত তো অনেক কোথাও কিছু নেই, তখন দক্ষিণ বাজারে কার বাসার সামনে একটা ভ্যান দেখতে পেল, সে অনেক খোজার চেষ্টা করলো কিন্তু ভ্যানের মালিক পেল না, কি করার সে নিজেই ভ্যান টিকে নিয়ে একা একা হাসপাতালে গেল,তারপর মেহেদীর বোনকে সেই ভ্যানে করে বাসায় দিয়ে আসলো,আমি একজন জনপ্রতিনিধির সন্তান, আমার জায়গা থেকে আপনার জন্য নিরভ্যাজাল শুভ কামনা থাকবে, আপনার জন্য অনেক দোয়া রইলো। ইতিপূ

২৩ ফেব্রুয়ারী পিরোজপুরে এসএমই পণ্য মেলা

আগামী ২৩ ফেব্রুয়ারি ২০২০ পিরোজপুর জেলা প্রশাসন কর্তৃক  পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আঞ্চলিক এসএমই পণ্য মেলা-২০২০ আয়োজন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে থাকবেন মাননীয় মন্ত্রী জনাব শ.ম রেজাউল করিম এমপি মহোদয়।

পিরোজপুর জেলা প্রশাসন কর্তৃক ২১ শে ফেব্রুয়ারীর বিশেষ কর্মসূচি

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২০ উপলক্ষে  পিরোজপুর জেলা প্রশাসন কর্তৃক উক্ত  প্রোগ্রাম সমূহ আয়োজন করা হয়েছে।  জেলা প্রশাসক মহোদয়  এক বার্তায়  সকলকে প্রোগ্রামসমূহে  উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

ডাঃ‌সিদ্ধার্থের নতুন হেলথ_ফিকশন এ‌খন গ্রন্থ‌মেলায়

পিরোজপুরের সবার প্রিয় তরুন পরিচিত মুখ ডাঃ‌সিদ্ধার্থ দেব মজুমদারের টোপন সি‌রি‌জের নতুন হেলথ_ফিকশন এ‌সে‌ছে গ্রন্থ‌মেলায়। বই‌টি প্রকাশ ক‌রে‌ছে বিখ্যাত প্রকাশনা সংস্থা তাম্র‌লি‌পি। প্র‌তি বছর মুহাম্মদ জাফর ইকবা‌লের একমাত্র সাইন্স ফিকশনটি যে প্রকাশনা সংস্থা প্রকাশ ক‌রে থা‌কে সেই  প্রকাশনা সংস্থাই এই বইটি ছে‌পে‌ছে! বইটির জন্য এবং বইয়ের লেখকের জন্য রইল শুভকামনা। বইটি একুশে বই মেলার তাম্রলিপি প্যাভিলিয়ন -১৭ তে পাবেন।চাইলে অনলাই‌নে রকমা‌রি‌ তে  অর্ডার কর‌তে পার‌বেন ।

মুজিববর্ষ ২০২০ এ এসিল্যান্ড কাউখালী এর ভূমিসেবা

সুখরঞ্জন বাবু একজন কৃষক। বসত ভিটা লাগোয়া ৫৭ শতক জমি ক্রয়সূত্রে মালিক। পানেরবরজ, সবজি, ফলদ ও কাষ্ঠল বৃক্ষের মাধ্যমে পঁচিশ বছরের নিরবিচ্ছিন্ন ভোগদখল। নিজ নামে বিএস রেকর্ডও বিদ্যমান। এ পর্যন্ত ঠিক সব ঠিক আছে। সুখরঞ্জনের প্রতিবেশী এক ভদ্রলোক ১৯৯৪ সালে দেওয়ানি আদালত থেকে বিবাদমান জমি নিজ নামে একতরফাসূত্রে আংশিক ডিক্রি প্রাপ্ত হন। কিন্তু নিজ নামে রেকর্ড করাননি। আসলে রেকর্ড হওয়ার শক্ত গ্রাউন্ডও নেই। কেটে গেছে ২৫/২৬ বছর। এতবছর পর কোন এক উকিলের পরামর্শে ২৫ বছর আগের আংশিক ডিক্রি বলে বর্তমান বিএস রেকর্ডের মালিক ও ভোগদখলকার সুখরঞ্জনকে তার জমিতে যেতে বাঁধা দিচ্ছে। দুই পরিবারে মারামারি, কাটাকাটি। চিরাচরিত গ্রামীণ জমিজমার গিট্টু। বরাবরের মতো স্হানীয় শালিস, মাতুব্বর, জনপ্রতিনিধি। পক্ষ-বিপক্ষ, স্বার্থ-দ্বন্দ্ব। ফলাফল গিট্টু আরো লাগছে। ইতোমধ্যে সুখরঞ্জন ডিক্রি বাতিলের মামলা করছে। প্রতিবেশী রেকর্ড বাতিলের মামলা করছে। আমাদের আইনী সমাধান: বর্তমানে সর্বশেষ রেকর্ডের মালিক সুখরঞ্জন। জমি সুখরঞ্জনের দখলে আছে। আংশিক একটি ডিক্রী দিয়ে আদালতের নির্দেশনা ব্যতিত সুখরঞ্জনকে দখল থেকে নিজেরা জ

শুভ জন্মদিন এ্যাড. শ.ম রেজাউল করিম

শুভ জন্মদিন এ্যাড. শ.ম রেজাউল করিম এম.পি মহোদয়। মাননীয় মন্ত্রী মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রনালয়।পিরোজপুরের কৃতি সন্তান, পিরোজপুরের অহংকার। সর্বোপরি সকল রাজনীতির বাইরেও একজন ভাল মানুষ। এভাবে ভাল থাকবেন সবসময়। জেলা ওয়েবসাইট আমার পিরোজপুরের পক্ষ্য থেকে আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

বই মেলায় পিরোজপুরের ম. শহিদুল্লাহ্‘র উপন্যাস ‘কামিনী বিলাস’

প্রিয়জনকে উপহার দিতে পারেন পিরোজপুরের সন্তান এবং তরুন লেখক ম. শহিদুল্লাহ্‘র উপন্যাস ‘কামিনী বিলাস’। এ উপন্যাসটিতে প্রেম, ভালোবাসা, সমাজ বাস্তবতা, অভাবের সুর এক সুতায় বাধা পড়েছে। রয়েছে শ্রেণি বৈষম্যের কথা। আপনার ও আপনার প্রিয়জনের কথাও উঠে এসেছে এ সমাজ বাস্তবতার উপখ্যানটিতে।বইটি প্রকাশ করেছে নালন্দা প্রকাশনী। বইটির প্রচ্ছদ এঁকেছেন ধ্রুব এষ। বইটি গ্রন্থমেলার ২৬ নং প্যাভিলিয়নে নালন্দা প্রকাশনীর স্টলে পাওয়া যাচ্ছে। এছাড়াও বইটি পাওয়া যাবে দেশের যে কোন প্রান্তে। বইটি সংগ্রহ করা যাবে রকমারি.কম ও অথবা.কম থেকে।

মেহেদী হাসানের "পাঁচ আঙুলের পাণ্ডুলিপি" এখন বই মেলায়

পিরোজপুরের মঠবাড়িয়ার উদীয়মান কবি মেহেদী হাসানের প্রথম কাব্যগ্রন্থ "পাঁচ আঙ্গুলের পাণ্ডুলিপি" একুশের গ্রন্থ মেলায় প্রকাশিত হেয়েছে। তরুণ কবি মেহেদীর ছদ্মনাম সাদা কাক । মঠবাড়িয়ায় পাঠাগার আন্দোলন শুনলেই অন্যতম নাম হিসেবে কবি মেহেদী হাসানের নামটি আসে। তিনি এক সময় সাদা কাঁক ছদ্মনামে লিখতেন। তিনি পাঠ ও পাঠাগার আন্দোলনের সাথে ওতোপ্রোতো ভাবে জড়িত। লেখালেখি শুরু হয় মাধ্যমিক স্কুলের বার্ষিক ম্যাগাজিনে লেখা প্রকাশের মাধ্যমে। প্রায় সাত আট বছর যাবৎ কবিতা চর্চার করে আসছেন। এযাবৎ কালে বিভিন্ন লিটল ম্যাগাজিন, সাহিত্য পত্রিকা সংকলন ও বিভিন্ন যৌথ কাব্যগ্রন্থে তার লেখা প্রকাশিত হয়েছে। এবারের অমর একুশে বই মেলায় কবি মেহেদী হাসানের প্রথম কাব্যগ্রন্থ পাঁচ আঙুলের পান্ডুলিপি প্রকাশিত হয়েছে। বইমেলার বাবুই প্রকাশনীর ৩২২-৩২৩ নং ষ্টলে পাওয়া যাচ্ছে বইটি।

দেশজুড়ে BKSP খুঁজছে প্রতিভাবান খেলোয়াড়

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বি কেএসপি) সাধারণ শিক্ষার পাশাপাশি ক্রিকেট, ফুটবল, টেনিস, তীরন্দাজি, অ্যাথলেটিক, জিমন্যাস্টিকস, বক্সিং ইত্যাদি বিষয়ে শট কোর্স এবং দীর্ঘমেয়াদি কোর্স চালু রয়েছে। চলমান ভর্তি বিজ্ঞপ্তিঃ জেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই কর্মসূচী। প্রশিক্ষণের নামঃ তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও নিবিড় প্রশিক্ষণ কার্যক্রম ২০২০। প্রথম পর্যায়ে  প্রশিক্ষণের মেয়াদ ০১ মাস। সব জেলা থেকেই আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন। সারা বছরে মোট ১৪০০ খেলোয়াড়কে প্রশিক্ষণ দেয়া হবে। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশের একমাত্র ক্রীড়া শিক্ষাকেন্দ্র; যা সংক্ষেপে বিকেএসপি (BKSP – Bangladesh Krira Shikkha Pratisthan) নামে পরিচিত। ঢাকার অদূরে সাভারে এ প্রতিষ্ঠানটি অবস্থিত। তবে সাভারের প্রধান কেন্দ্র ছাড়াও চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট ও দিনাজপুরে রয়েছে বিকেএসপির আঞ্চলিক কেন্দ্র। বিকেএসপির মূল শিক্ষা কার্যক্রম পরিচালিত হয় উচ্চমাধ্যমিক পর্যন্ত। তবে স্নাতক (পাস) ও বিভিন্ন বিষয়ে ডিপ্লোমা ডিগ্রিতেও কিছু শিক্ষাথীর ভর্তি করানো হয়। স্থান: বাংলাদেশ  সুযোগ সুবিধাসমূহ প্র

মঠবাড়িয়ায় "ভূমি সেবা মেলা -২০২০"

মুজিব বর্ষ উপলক্ষ্যে  মঠবাড়িয়া উপজেলা ভূমি অফিসের উদ্যোগে ডিজিটাল ভূমি সেবা প্রদান,ভূমি উন্নয়ন কর(খাজনা) আদায় সহজীকরন ও ভূমি বিষয়ে জনসচেতনতার লক্ষ্যে আগামী  ১৮ ফেব্রুয়ারি ধানীসাফা বাজার পল্টন ময়দান "ভূমি সেবা মেলা ২০২০"  আয়োজন করছে।ঐ দিন যে কেউ মেলায় অংশগ্রহন করতে পারবে। তথ্য সুত্র:মঠবাড়িয়া উপজেলা ভূমি অফিস।

পিরোজপুরে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত।

পিরোজপুরে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে স্থানীয় টাউন উচ্চ বিদ্যালয় থেকে এক র‌্যালি বের হয়ে জেলা গ্রন্থাগারে গিয়ে শেষ হয়।পরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাহিদ ফারজানা সিদ্দিকীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, বিশেষ অতিথি জেলা শিক্ষা অফিসার সুনিল চন্দ্র সেন, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আহমেদ মাইনুল হাসান, প্রেসক্লাবের সভাপতি মুনিরুজ্জামান নাসিম আলী, সরকারি  উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক অসীম কুমার পাল, সিনিয়র পাঠক সোহরাব হোসেন ও স্কুল ছাত্রী মালিহা। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মঠবাড়িয়ায় নকলমুক্ত পরিবেশে পরীক্ষা শুরু : প্রথম দিনেই অনুপস্থিত ৬৯

পিরোজপুরের মঠবাড়িয়ায় নকলমুক্ত পরিবেশে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষার পরিবেশ সুষ্ঠ ও নকলমুক্ত রাখতে আগেই উপজেলা নির্বাহী কর্মকর্তা সংশ্লিষ্টদের সাথে বৈঠক করেছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মঠবাড়িয়ার ৫ টি কেন্দ্রে ৪৮ টি মাদ্রাসা, ৪০ টি মাধ্যমিক বিদ্যালয় ও কারিগরি ৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৪৫৭৩ জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। এর মধ্যে ৪৮ টি মাদ্রাসায়  ১৯৩৬ জন, ৪০ টি মাধ্যমিক বিদ্যালয় ২৪৭৪ জন ও কারিগরি ৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৬৩ জন। এদের মধ্যে ৬৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রিপন বিশ্বাস বলেন, পরীক্ষার পরিবেশ সুষ্ঠ ও নকলমুক্ত রাখতে আগেই পরীক্ষা সংশ্লিষ্টদের সাথে বৈঠক করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগের চেয়ে দ্বিগুন কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে।

পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি।

পিরোজপুরের স্বরুপকাঠীতে কোমলমতি ছাত্র ছাত্রীদের সাথে শ.ম.রেজাউল করিম।

শিক্ষার্থীদের সু-শিক্ষার পাশাপাশি ক্রীড়ার বিকল্প নাই বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম। মন্ত্রী গতকাল বৃহস্পতিবার দুপুরে আকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয়, আকলম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আকলম কিন্ডার গার্টেনের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।  এসময় মন্ত্রী আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠনের পর থেকেই প্রতি বছরের প্রথম দিন ১ জানুয়ারি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হচ্ছে। খেলাধুলায় ছাত্র যুবদের অংশগ্রহন থাকলে মাদক, ইভটিজিং থেকে জাতি মুক্ত থাকবে। উন্নত হবে দেশের আইন শৃঙ্খলা। আসুন আমরা সবাই মিলে আমাদের দেশেকে একটি আদর্শ দেশে পরিনত করি। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি কাজী আবুল বাশার মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তৃতা করেন, সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো.শাহ আলম, উপজেলা নির্বাহী অফিসার সরকার আবদুল্লাহ আল মামুন বাবু, সহকারি পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) মো. রিয়াজ হোসেন পিপিএম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হামিদ, সাবেক উপজেলা চেয়ারম্যান এসএম মুইদুল ইসলাম, আকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের প