ডাঃসিদ্ধার্থের নতুন হেলথ_ফিকশন এখন গ্রন্থমেলায়
পিরোজপুরের সবার প্রিয় তরুন পরিচিত মুখ ডাঃসিদ্ধার্থ দেব মজুমদারের টোপন সিরিজের নতুন হেলথ_ফিকশন এসেছে গ্রন্থমেলায়। বইটি প্রকাশ করেছে বিখ্যাত প্রকাশনা সংস্থা তাম্রলিপি।
প্রতি বছর মুহাম্মদ জাফর ইকবালের একমাত্র সাইন্স ফিকশনটি যে প্রকাশনা সংস্থা প্রকাশ করে থাকে সেই প্রকাশনা সংস্থাই এই বইটি ছেপেছে!
বইটির জন্য এবং বইয়ের লেখকের জন্য রইল শুভকামনা।
বইটি একুশে বই মেলার তাম্রলিপি প্যাভিলিয়ন -১৭ তে পাবেন।চাইলে অনলাইনে রকমারি তে অর্ডার করতে পারবেন ।
Post a Comment