নাজিরপুর ইসলামীয়া মহিলা মাদ্রাসার ভবন নির্মাণের স্হান পরিদর্শণ করলেন শ ম রেজাউল করিম

 

২০০১ সালে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার এক অসামান্য বিদ্যানুরাগী গৃহিণী মাহমুদা বেগমের হাত ধরে হাঁটি হাঁটি পা পা করে যাত্রা শুরু  করে নাজিরপুর ইসলামীয়া মহিলা মাদ্রাসা৷ সময়ের পরিক্রমায় যুগোত্তীর্ণ এই শিক্ষা প্রতিষ্ঠানটি অত্যন্ত নিভৃতে সুনামের সাথে দীর্ঘ বিশ বছর যাবৎ শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে৷ বর্তমানে প্রতিষ্ঠানটির ছাত্রী সংখ্যা ৪২২ জন এবং শিক্ষক ও শিক্ষিকা রয়েছে সর্বমোট ১৫ জন৷ কালের আবহে ঝড়া পাতাদের দলে হারিয়ে যেতে বসেছিল এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি৷ ঠিক এমনি এক সন্ধিক্ষণে এসে প্রতিষ্ঠানটির দিকে সুনজর পড়ে দক্ষিন বাংলার দুঃখী অবহেলিত মানুষের কন্ঠস্বর,মাননীয় প্রধানমন্ত্রীর অত্যন্ত প্রিয়ভাজন, বাংলাদেশ আওয়ামিলীগের সদ্য সাবেক আইন বিষয়ক সম্পাদক এবং বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী জনাব শ ম রেজাউল করিম মহোদয়ের৷ তিনি অদ্য ১৪ আগষ্ট রোজ শুক্রবার মাদ্রাসা কমিটির সভাপতি রোকেয়া খাতুন, সেক্রেটারী নাইমা সুলতানা ও জেলা পরিষদ,পিরোজপুরের সম্মানিত সদস্য জনাব সুলতান মাহমুদ খান এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ  মাদ্রাসার প্রস্তাবিত ভবন নির্মানের সম্ভাব্যতা নিরূপণের লক্ষ্যে স্হানটি পরিদর্শণ করেন৷ এসময় মন্ত্রী বলেন "মাদ্রাসার উন্নয়নের জন্য তিনি সম্ভাব্য সবকিছুই করবেন৷ তিনি মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালনা পর্ষদকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানান৷"মন্ত্রী মহোদয়ের এমন উদ্যোগকে স্হানীয় আওয়ামী নেতৃবৃন্দ ও এলাকাবাসী ধন্যবাদ জানান৷


0/Post a Comment/Comments

Previous Post Next Post