সহস্র বছরের শিলালিপি


লিখেছেন: নাসরিন সিমি 

সহস্র বছরের শিলালিপি থেকে একদিন 
উঠে আসবে এই শহরে আমাদের ছিলো
এক অগোছালো জীবনের দিনলিপি 
আমরা দূরে দূরে থেকেও কাছাকাছি 
খুব সঙ্গোপনে লুকিয়ে ছিলাম দীর্ঘশ্বাস
তোমার পিঠের আঁচিলের দাগ আর ভুলে যাওয়া প্রেসক্রিপশন ছিলো মুখস্থ 

সহস্র বছরের শিলালিপি থেকে একদিন 
জেনে যাবে তোমার অব্যক্তের অভ্যাস 
স্থির বিন্দুতে দাঁড়িয়ে ছিলাম এতটুকু 
কুয়াশায় অস্পষ্ট প্রেমের অবগাহনে
অবিচলিত রাষ্ট্রনায়কের ভুমিকায় ধৈর্য্য 
হারাইনি দীর্ঘ হৃদয়ের মরুভূমি পাড়ি দিতে দিতে খুঁজেছি মনের গহীন কূপ 

সহস্র বছরের শিলালিপি থেকে একদিন 
প্রজন্ম থেকে প্রজন্ম তাদের থিসিসের 
বিষয় বেছে নেবে হৃদয়ের অবহেলায় 
কখনো ভালোবাসা সমুদ্রের গভীরতাকে 
হার মানিয়ে নিতে যেতে পারে অথবা পদব্রেজেই উঠে যাব পামীর মালভূমি   শিরোনাম হবে কষ্টের দাম ভালোবাসা।

0/Post a Comment/Comments

Previous Post Next Post