শেষ কোথায়?



লিখেছেন: মোজাম্মেল হক

বিশ্বজুড়ে বইছে আজ মৃত্যু মিছিল
বইছে করোনার কালো ছায়া,
এই পৃথিবী বরই নিষ্ঠুর 
নেই কারো প্রতি তার  মায়া।

ভাবিনি কখনো এই ভুবনে
দেখতে হবে এমনও দিন,
মৃত্যু পথের যাত্রীগুলোকে
কেউ করে না প্রদক্ষিণ।

স্তব্ধ আজ সারা বিশ্ব,
স্তব্ধ ইউরোপ, আমেরিকা।
কেউ দেখেনি এই শতকে
এত বড় বিভীষিকা ।

স্বজন  হারিয়ে কাতর কেউ,
কাতর  কেউ মৃত্যু ভয়ে।
বাড়ছে ক্রমে মৃতের সংখ্যা
নতুন নতুন সূর্যদয়ে।

 বিশ্ববাসী আজ কত অসহায়! 
কে জানে এর শেষ কোথায়?

 

0/Post a Comment/Comments

Previous Post Next Post