লিখেছেন: শেখ সায়মন পারভেজ হিমেল
প্রিয়জন ,জীবনে দেখিবে কতজন
তুমি হবে পর যদি না করো আপন ,
আপন ব্যর্থতা আনবে তখন
যদি না হয় মনের মিলন।
কতশত বন্ধু আসিবে
সময় সময় জীবন মাঝারে ,
তারি মাঝে পাইবে তাহাকে
জীবন ধন্য হইবে তোমা তাতে।
দুর্বল তো সেই জনে
পাইনা কোথাও বন্ধু মনে ,
করিবে আপন আলাপ তাকে
সোনার স্বপ্ন গড়বে মনে।
জীবনে আসো হে বন্ধু,
মনে দেখিবো স্বপন তোমারি তরে
জীবন মাঝারে বন্ধু যদি পাও তবে,
ভেবে নিও স্বর্গ পেয়েছ তাতে।
তোমারি বন্ধু মন হতে হবে সেইজনে
যে জন তোমারই সঙ্গী হবে জীবন যুদ্ধে
আসিবে স্বপন দেখিবো স্বপন জীবন নিয়া
মোরা বন্ধু তুমি ছাড়া কি বাচিবো একেলা?
Post a Comment