লিখেছেনঃঃ কে. এম. রাসেল
যে মেয়ে
চুমো খেয়ে
ভুলিয়ে দিতে পারে
করোনা অসুখ,
তাকে
সাহসের জন্য হলেও
চোখ বুঝে
ভালবাসি বলা যায়।
এ মহামারীর দিনে
এ সুখ
ক'জনে বা পায়?
জীবন বড় নয়
মৃত্যু বড় নয়
স্বপ্ন বড় নয়
সুখ বড় নয়।
দুটি আত্মার
একই চাওয়া
একই পাওয়া।
এ যেন
দুটি হৃদয়ের
একটি ফুসফুস হতে
অক্সিজেন নির্গত হওয়া।
হতে পারে হোম কোয়ারেন্টাইনে
হতে পারে আইসোলেশন,
অনুভবে তবু করোনা অসুখ নেই;
এ যা; তা হলো "করোনা সুখ"।
Comments
Post a Comment