লিখেছেন:মৃদুল মিত্র
আমি ১৯৫২ দেখিনি
আমি দেখিনি ১৯৭১
আমি দেখিনি তাদের
যাদের রক্তে গড়া হয়েছিল আমাদের ইতিহাস।
আমি দেখিনি ১৯৮৮ সালের বন্যা
কত লাখো মানুষ গৃহহীন হয়েছিল
মারা গেছে কতো মা-বাবা বা তাদের কন্যা।
আমি দেখি ২০২০
অদৃশ্য অশুভ শক্তির হাত থেকে বাঁচার আকুতি।
আমি দেখি মৃত্যুকে
যেকোন সময় কেড়ে নিতে পারে প্রাণ
তবুও আজ থেমে নেই সেই মহান যোদ্ধারা
যাদের তুমি সময় অসময়ে
কসাই বলে হয়ে যাও আত্মহারা।
সেই ডাক্তার, পুলিশ, আর্মি ওরা যুদ্ধে রয়েছে রত
তুমি শুধু স্রষ্টার প্রতি মাথা করো একবার নত।
Comments
Post a Comment