লিখেছেন :মোতালেব ফারুকি
বিশ্ব এখন করছে শাসন
কোভিড নাইনটিন করোনা,
মারবে নাকি কোটি মানুষ
বিশেষাজ্ঞের ধারণা।
সিজিনপিন,ট্রাম্প পুতিন
ট্রুডো মোদি হাসিনা,
বিশ্ব নেতা আছে যত
সবার চিন্তা করোনা।
ট্রাম্প সাবের বেহাল দশা
ভুল করেছেন শুরুতে,
লাশের মিছিল বাড়ছে সেথা
পারছেনা যে কমাতে।
বরিস জনসন নিজেই রোগী
সদ্য ছাড়ছেন হাসপাতাল,
মরছে মানুষ যুক্তরাজ্যে
অবস্থা যে টালমাটাল।
মরছে মানুষ ইতালিতে
মরছে মানুষ স্পেনে,
ফ্রান্স জার্মান হলান্ড পোলান্ড
বেলজিয়াম আর সুইডেনে।
আফ্রিকাতে মরছে মানুষ
অস্ট্রেলিয়া যাইনি বাদ,
উহান শহর সুতিকাগার
এশিয়াতে হয় আবাদ।
মক্কা বন্ধ খানে ক্বাবা
রওজা বন্ধ মদিনা,
রাজ-যুবরাজ রাজ্য ছাড়া
কারণ হলো করোনা।
লকডাউনে পড়ে আছেস
বাংলা ভারত পাকিস্তান,
ধরার মাঝে বীরের বেশে
করোনারই অবস্থান।
পরাশক্তির দাম্ভিকতা
উভে গেল কোথায় আজ,
সবাই এখন ইয়ানফছি
পড়লো মাথায় খোদার বাজ।
রক্ষা কর প্রভু তুমি
রক্ষা কর দয়াময়,
করোনারে তুলে নিয়ে
বিশ্ব কর শান্তিময়।
২০/৪/২০২০
মায়া কানন,ঢাকা।
Comments
Post a Comment