লিখেছেন : মাওঃ মাহমুদুল হাসন খন্দকার
এসো মুসলিম ওযু করে চলো যাই নামাজে,
ব্যস্ত থাকিস সবসময়ই দুনিয়ার সব কাজে।
মাতা পিতা দাদা দাদী চলে গেলেন কবরে ,
কি জবাব দিবে তুমি কঠিন দিবস হাশরে।
ঘুমের চেয়ে নামাজ ভাল মুয়াজ্জিনে কয়,
নামাজী মৃত্যুর পরে নেই যে কোন ভয়।
বুলবুলিরা মধূর সুরে গাইছে আল্লাহর গান,
বেনামাজি হয়েও তোদের, দাবী মুসলমান।
এই দূনিয়ায় বাহাদুরি করবি কতকাল ,
হিসেব যে দিতেই হবে,আসছে পরকাল।
পাপাচার-গুনাহের কাজে নামাজ অন্তরায়,
তবে ঈমানদার হইতে পারিস খাঁটি তওবায়।
পিতা মাতা কেমন আছে অন্ধকার কবরে,
ক্ষমাকরে দিও তাদের কঠিন দিবস হাশরে।
আল্লাহ কবুল কর নামজীদের মোনাজাত,
রহমাতে ভরে দিও আমাদেরই দুটি হাত।
Comments
Post a Comment