লিখেছেন: কে. এম. রাসেল
আজ পৃথিবীর মন ভাল নেই,
ফুসফুসে তার মরণব্যাধি 'করোনা ভাইরাস'।
ভাঙ্গা ফ্রেমের ফাঁক গলে আকাশ দেখি
শূণ্যে চোখ রেখে 'মাইনাস টু ফাইভ গ্লাস' দিয়ে
বাতাস দেখার ব্যর্থ চেষ্টা করি; হাতে অফুরন্ত অবসর।
বাতাসের গায়ে আছে কি-না করোনা ভাইরাস?
আছে ভয়, আছে উৎকণ্ঠা, আছে সংশয়।
জিঘাংসু মনে বারান্দাতে চটি পায়ে দাঁড়িয়ে
নিথর দেহের পুরাতন বাড়িগুলো দেখি।
সরু সরু গলিগুলো সাপের মতো করে
আঁকাবাকা হয়ে চলে গেছে বড় রাস্তায়।
এইসব গলিতে ছিলো কতো মানুষের চলাচল, কতো কোলাহল।
অলস আর ব্যস্ত পায়ের ছাপগুলো অদৃশ্য হয়ে পড়ে আছে রাস্তায়, কোন চলাচল নেই।
আরও হাজার রকমের শুন্যতা আছে, হাহাকার আছে।
কিশোরী কণ্ঠের ডাক শুনিনা বহুদিন।
আর আছে একটি না দেখার স্বাদ।
প্রেমিকাকে প্লাজু পড়ে হাঁটতে দেখি না; কতোদিন !!
Comments
Post a Comment