লিখেছেন:এইচ অরূপ
দেখেছেন নিশ্চয়ই- আলুসিদ্ধ;
যেমন মাখেন-তেমনি বিস্তৃত,
নীরবতা ছাড়া নেই কোন শব্দ!!
হাত পেতে নিবে না;
ধার-দেনাও চাইবে না,
নীতিতে তারা বড়ই শক্ত!!
মূলতঃ যারা- সম্মানে বদ্ধ;
পকেট সংরক্ষণ- নিজ দায়িত্ব,
লোভ-লালসা খুবই সীমিত!
কার্য সিদ্ধিতে- তেল মাখা;
ইহা সম্ভব না- তাদের দ্বারা,
ভবিষ্যৎ কল্পনাতে থাকেন মত্ত!!
মোটা কাপড়, মোটা ভাত
এই নীতিতে- বার মাস,
থাকেন সদা চাপাবাজি মুক্ত!
ত্রান নয়, অনুদান নয়;
এসব তারা- কখনই না লয়,
এরই নাম মধ্যবিত্ত!!
Comments
Post a Comment