আজকের এই বিশেষ দিনটি ছিল আমার দাদুর জন্মদিন। প্রতি চার বছরে একদিন আসে এই দিনটি।
দাদুর সাথে আমার সম্পর্ক কেমন এইটা ঠিক আমি দুনিয়ার কাউকে বোঝাতে পারব না। একটা ছোট গল্প বলি তাহলে এই গভীর সম্পর্কের একটা ধারনা পাওয়া যাবে।
আজকে থেকে আনুমানিক বছর ৬-৭ বছর আগে। তখন আমি স্কুলে পড়ি। এক ঈদের সময় আমি আর বড় ফুপু রিক্সা করে বাইরে গেছিলাম। তখন ঢাকা মোটামুটি ফাকা। আমাদের বাসার ঠিক সামনে থেকে একদল সন্ত্রাসী আমাদের সাথে থাকা মোবাইল, টাকা পয়সা সব নিয়ে যায়। এই ঘটানা আমাকে মানসিক ভাবে চরম আঘাত করে। আমরা বাসায় ফিরলে দাদু ঘটনাটি জানতে পারে। দাদু তখনও চাকুরী করে৷ আমার যাতে কিশোর বয়সে দেশের প্রতি ঘৃণা না জন্মায় এবং মানসিক ভাবে ভেঙ্গে না পরি তার জন্য দাদু সাথে সাথে যে পরিমান টাকা সন্ত্রাসীরা ছিনতাই করে তা আমাকে দিয়ে দেয়। এবং বিষয়টি খুব স্বাভাবিক ভাবে নিতে আমাকে হেল্প করে।
আমার জীবনের যেকোনো কথা দাদুর সাথে নিশ্চিতে শেয়ার করতে পারি।
Miss You Dadu!
Happy Birthday To You. I will be back soon.
লিখেছেন: শহিদুল ইসলাম
Comments
Post a Comment