লিখেছেন: পারভীন রেজা
একুশ একটি শব্দ—-
যা দিগন্তের সিঁড়ি বেয়ে
নেমে আসে বাংলাদেশের উত্তাল বুকে জড়াতে !
একুশ একটি অনুভূতি
যা ছড়িয়ে যায় বিশ্বের
মানব মনের অনুভবে !
একুশ একটি অহংকার
যা শুধু আমাদের !
বুকের রক্তে করেছি অর্জন
পৃথিবী এখন জানায় সাবাস
ভোরের সূর্য হয় অবাক !
বাঙালী পায় অধিকার !
যা লড়াই করে পেয়েছি
যার হাত ধরে এসেছে
স্বাধীন হবার শক্তি !
মুক্ত ভাষার আঙিনায়
পেয়েছি মুক্ত দেশ !
এখন যখন বিশ্ব নেতারা বলে
বাহ্ বাংলাদেশ বাহ্
তোমরা এগিয়ে নিয়েছ নিজেদের
অনেকটা বেশ বেশ !
তখন গর্বে বুক ভরে
স্মৃতিতে নয়ন ভরে জলে !
এত ত্যাগ এত রক্ত এত হানাহানি
এত কাড়াকাড়ি আর কি কেউ করেছে
আর কি কোন জাতির বুকে
নিজের ভাষা বাঁচাতে—
পেরিয়েছে তাজা রক্তের ঢেউ !
দিয়েছে বলি রাজপথে বসি
সব স্বপ্ন সব ভালোলাগা অনুভূতি !
আমরা বাঙ্গালী আমরাই পারি
নিজের সত্তা বাঁচাতে জীবন রাখতে বাজি !
রুখে দিতে পারি পাকি সেনাদের
ভাংতে পারি সব কালো হাত !
পৃথিবী দেখেছি কিভাবে রক্ষা করেছি
মাতৃভূমি নিজের ভাষা !
যুগে যুগে দেশকে দেবো—ভিন্ন এক মাত্রা
দেখবে মানুষ জানবে পৃথিবী—-
হাজার বছরের আমরা বীর বাঙ্গালী !!
Comments
Post a Comment