লিখেছেন: রাজু আহম্মদ খান
আমায় তুমি কটাক্ষ করে বলেছিলে,
ক'টা লোক আছে তোমার?
দেখাওনা একবার ভাই,
আমি সংকোচে নয় বটে
দারুন সাহস নিয়ে বলেছিলাম,
আমার কয়জনা তুমি দেখবে দৃশ্যপটে?
.
শুধু কি মুখ দেখে খুশি হবে তুমি?
কোক ফান্টা আর চায়ের চুমুক শেষে
বেনসনের ধুঁয়াও কি লাগবেরে ভাই?
অমন রিক্সা ভাড়াগুলো বুক পকেটে খুঁসে দিয়ে
সিংগারার দোকানে বিভ্রান্র ভীড় করে
শতেক ভাড়াটে লোক আমি কই পাবো ভাই ?
.
আমারতো টাকার শ্রাদ্ধ হয়না ভাদ্রমাসে
আশ্বিনেও মিথ্যে কথার আশ্বাসে
অহেতুক লোক দেখানো জমায়েতে
আমার দরকার নেই দাদা -
তুমি এবেলা উড়িয়ে দিলে হেসে,
তোমার তো মেজাজ নয় খিটখিটে
একজোড়া কিল বসিয়ে দিলে
আমার বিশ্বস্থ্য পিঠে -
.
বন্ধু বলেতো কথা,
আমি ওতে মনে করিনি কিচ্ছু,
আমি জানি এই দিন শতেক আসবে ফিরে
টাকাও নিরলস ঘুরেফিরে ধরা দিবে হস্তে
কেবল অপেক্ষার পাহাড় ডিঙাবো তোমায় নিয়ে
আর ভালোবেসে যাবো মনুষ্যকুলে যথা
প্রকান্ড আকার হবে হৃদয় ও মন কি প্রশস্তে,
স্বপ্নটা ঘুম ভাংগাক, আমাদের অলস দুপুর,
তবু সুখে থাকুক আমজনতা,
গোলায় ধান থাকুক ভর্তি,
মাছে ভরপুর থাকুক পুকুর।
.
আমার শুধু এইটুকুই কথা
আমাদের দল তো মসনদ পিপাসু নহে
আমাদের প্রত্যন্ত প্রান্তরে সবে
কেবল দুখী মানুষের কথা কহে,
ইচ্ছে হয় কেউ আমাদের দল করুক,
নিন্দুকেরা বংগোপসাগরে ডুবে মরুক
আমাদের তাতে কিছুই আসে যায়না দাদা
কে দিবে আর আমাদের তাতে বাঁধা,
আমরা যখন ঘরের খেয়ে বনের মোষ তাড়াই,
আমরা অন্যের সম্পদে হাত নাহি বাড়াই
আমাদের একটাই লক্ষ্য এবেলা
মানুষের ভাত ভোটের অধিকার চাই -
আমরা কারো ভোট নাহি চাই,
কারো দোয়া নহে আগে,
সর্বাগ্রে সবার ভালোবাসা চাই।
এই টুকু নিয়ে তবে চাই বাচিবারে -
বিশ্বব্রহ্মাণ্ড হয়ে যেন তোমাদের অন্তরে
ফিরে আসি বারে বারে।
Comments
Post a Comment