সিদ্ধার্থ মজুমদার
আমার মা ১৯৭১ সালে টানা নয় দিন হেঁটে বর্ডার ক্রশ করেছিল। রাতের পর রাত না ঘুমিয়ে তাড়া খাওয়া পশুর মত দেশ ছেড়েছিল আমার মা । কত বেলা যে তার খাওয়া হয় নি। আহারে কী কষ্ট, কী কষ্ট...
বছরখানেক আগে আমি একটা প্রজেক্টে আমার বন্ধুদের সংঙ্গে পায়ে হেঁটে ১০০ মাইল পাড়ি দিয়েছিলাম। শেষের দিকে ব্যথায় যখন আর পা চলছিল না। তখন মা ই ছিল আমার অনুপ্রেরনা। অামিতো অামার স্বাধীন দেশের পথ থেকে নিশ্চিন্তে হেঁটে যাচ্ছি। মাকে হাঁটতে হয়েছে জীবন হাতে নিয়ে!
প্রথম আলো পত্রিকার 'স্বপ্ন নিয়ে' পাতার সম্পাদক Firoz Choudhury খুব যত্ন করে অামার ১০০ মাইল পাড়ি দেয়া নিয়ে একটা লেখা ছেপেছিল। সেদিন অামার মা লেখাটা পড়ে, শুধুমাত্র আমার কষ্টের কথা ভেবে সে খুব কেঁদেছিল। মা তুমি বিশ্বাস করো সত্যি আমার কোন কষ্ট হয় নি। তুমি কাঁদলেই বরং আমার কষ্ট হয়।
Comments
Post a Comment