লিখেছেন: হাফসা
আমি মেয়ে আমি নারী,
হয়তোবা কারও মা,অথবা কারও বোন
কিন্তু সবার আগে আমি নারী।
৯মাস মাতৃগর্ভে রক্ত শুষে,
পিতার পরিচয়ে জন্ম নেওয়া নারী
তবে তফাৎ?
তফাৎ আছে।
যে রূপে গুনে সেরা সে বাবার পরী,
আর যে পিছিয়ে পরা সে মুখপুরী।
এ যেন এক অভিষাপ,
মেয়ে হয়ে জন্ম নেওয়া বিশাল বড় পাপ।
আমি!
নারীর হৃদয় বলছি,
হয়ত বাবার আদরে,
অথবা ভাইয়ের শাসনে।
তবু নিজের সাথে লড়াই করা নারী বলছি।
কেন?
কারন আছে।
"তুই যে বড় কালো,
কেমন করে হবে তোর ভালো।
ওমা! ওযে বন্ধা,
ওকে দিয়ে ভাল কিছু হবে?
ইস! ও যে বিধবা/ তালাকপ্রাপ্ত,
এদের ছোয়া ভালছিল কবে?"
যেমন সত্যি দিন রাত,
মেয়েরা নাকি মায়ের জাত।
তবুও সমাজ কুসংস্কার,
আকড়ে ধরে রবে।
এই সমাজের জ্ঞানী গুলো মানুষ কবে হবে?
তবুও আমি নারী,
জন্ম নিতে জান সন্তান রূপে।
আবার জন্ম দিতে জানি মাতৃ স্নেহে।
জীবন দিতে জানি দেশের জন্য
প্রয়োজনে নিতেও জানি ন্যয়ের প্রতিপালনে
আমি নারীর রূদ্ধ কন্ঠ বলছি,
যে হাজার কষ্টে নিরব থাকতে জানে,
প্রয়োজনে গর্জে উঠতেও জানে।
হ্যা, আমি একজন নারী বলছি,
কখনও বাবার শাসনে
কখনও বা
কোনো (স্বামী)পশুর শোষনে
বিষাক্ত এক নারী বলছি
যার ধমনীতে শুধু নীল
দুচোখে বহ্নিশিখা
হৃদয়ে বেদনামৃতা
আর ঠোঁটে দূর্বোধ্য হাসি
যে লড়তে জানে গড়তেও জানে,
জানেনা শুধু ভাঙতে
কারন আমরা নারী !
Comments
Post a Comment