লিখেছেন: এস,এইচ সুজয়
হে প্রভু জ্ঞান দাও মোরে
মনের মলিনতা দূর করে আলো দেখাও তবে।
তোমার কাছে অর্থ চেয়ে অনর্থ করিতে চাই না বটে
অসাড় যাহা আছে আমার সব তুমি নিয়ে নেও লুটে।।
হে প্রভু জ্ঞান দাও মোরে
মনের কাম ভাব দূর করে মুক্তি দেখাও তবে।
তোমার কাছে শক্তি চেয়ে দাম্ভিক হইতে চাই না বটে
প্রেমের মুসাফির বানিয়ে আমায় ঘুরাইও দাঁড়েদাঁড়ে।
Comments
Post a Comment