লিখেছেন :নুসরাত আহমেদ নিসা
নারী কোমলতাকে বাজি রেখে তুমি বাঁচিয়ে রেখেছো সংসার,
তবুও নারী তুমি নির্মমতার কাছে হেরে গিয়েছো বারবার।
আঘাতে তোমার ক্ষত হয়েছে, আঁখি হয়েছে জলশূন্য;
তবুও তুমি যত্ন করেছো, ভালোবাসাকে রেখেছো অক্ষুণ্ণ।
কথার আঘাতে হয়েছো নিথর, হয়েছো কলঙ্কিত,
তবুও তুমি শান্তির বানী ছড়িয়েছো অবিরত।
কেন তোমার লাল টুকটুকে মুখে,মলিনতার ছায়া?
হাসিতে তুমি আড়াল করো যে দুঃখ, এ কোন জাদু মায়া?
বারেবারে দিয়েছো তুমি শান্তি কামনায়, সর্ব বিসর্জন...
তবুও থামেনি তোমার উপর, কাপুরুষের গর্জন!
নারী তুমি এ পুরুষতান্ত্রিক সমাজে বরাবরই অবহেলিত,
দেখেছে ওরা অশ্রুলেপা কাজল তোমার,
তবু আর্তনাদধ্বনি শোনেনি তো!
ভেতরটা তোমার ক্ষতবিক্ষত, বাইরেটাতেও আঘাতের চিহ্ন,
আর কত সইবে তুমি,করবে তোমার ছিন্নবিচ্ছিন্ন।
এবার থামুক, নির্যাতন আর কাপুরুষের গর্জন!
ভাঙুক এবার,অবহেলা ভরা এসব মিথ্যে বন্ধন!
সর্বজয়া কন্যা তুমি, তোলো এবার তোমার আওয়াজ,
কালক্রমে নির্মমতার বলি হবে তুমি, এ নয়তো ধরণীর রেওয়াজ।
নারী তুমি নও তো শুধু, কেবলমাত্র নারী ;
বিজয়ী-লক্ষী, সর্বজয়া তুমি,তুমিই চির শান্তির বানী!
নারী তুমি যাওনি হেরে, তোমার বেঁচে থাকা নয় বারণ,
জয়িতা তুমি, জয়ী হয়েছে তোমার, অদৃশ্য রক্তক্ষরণ!
Comments
Post a Comment