লিখেছেন: জাহিদুল জামি
বার্লিন,জার্মানী।
আজ যার এতো কিছু জ্ঞান-গরিমা
সুখ-স্বপ্ন, কৃতিত্ব-যশ যাই বলি
কিংবা স্বপ্ন বিলাসিতার মত
রম-রমা সাজ সজ্জা,
কি চাও! রাস্তার দু'পাশে
সারিবদ্ধ জনসমাগম
হাতে নানা বর্ণে শোভিত
ফুল, প্লাকার্ড,ফেস্টুন, ব্যানার
আরো থাকছে সিক্যুরিটি ফোর্স
ফোর্ড,মার্সিডিজ ব্রান্ডের গাড়ির
সাজোয়া বহর "শুভেচ্ছা স্বাগতম"
কিছুক্ষন পর
গাড়ির কালো গ্লাসের দরজা খুলে
বেরুলেন ভিন্ন পারফিউম
ফিনফিনে চোষ পাঞ্জাবি,
পাতলা চটি, জাফিয়ার আংটি
ফেরারি সান গ্লাস পরা সেই অতিথি
উৎস্যুক জনতা পা ডিঙিয়ে
কাঁধে ভর করে দেখতে সদা ব্যস্ত।
ঐ হ্যাঁ তাই তো ওনাকে অনেক
দেখেছি টিভি,রেডিওতে কিংবা
বিশাল জনসমুদ্রের জনসভায়
তিনি এক অবিসংবাদী কেউ।
কিন্তু আজ তাঁর দেখছি ভিন্ন রঙ, বর্ণ
সেই কিনা গতকাল ছিল
যাকে দেখেছিলাম বিশাল জনারণ্যে
মানবতার দিব্যাসনে সমাসীন!
যত তাড়াতাড়ি পারে তো
আতর লোবানের খাটিয়ায়
উঠোনে নামাতে ব্যস্ত সবাই,
আর এক মূহুর্ত নয় প্রাসাদে।
কিছুক্ষন ঝিম ঝিম লোকারণ্য
কত কথা আর কত স্মৃতি
বিস্মৃতির রোমান্থন।
অবশেষে শেষ শ্রোদ্ধাঞ্জলী
'তুমি বারান্দাতে দাঁড়িয়ে থেকো
শেষ দেখাটা দেখতে পাবে।
Comments
Post a Comment