লিখেছেনঃ জাহিদুল জামি
বার্লিন,জার্মানি
২৩.০২.২০২০
কি চাই ভালোবাসায়,
আছে ঝাল-টক-মিষ্টি!
বলুন তো ভালোবাসা শুরুটা কি দিয়ে সৃষ্টি?
শৈশব পেরিয়ে দিব্বি যৌবনে পদার্পন
চোখ যেন লাল-নীল বাহারের রঞ্জন
আজ আমি এক পালতোলা সাম্পান ওয়ালা
আহা! যেদিকেই যাই সেদিকেই খোলামেলা।
কি চাই ভালোবাসায়,
মন আজ কত কিযে বলছে!
বলুন তো ভালোবাসা মধ্যমা কি দিয়ে চলছে?
'তুমি' ছাড়া কিচ্ছুই বুঝিনা দিন-রাত বারবার
কিচ্ছুই ভাবতে পারিনা তুমি শুধুই আমার
গাড়ি-বাড়ি, টাকা-কড়ি,অনেক বড় চাকরি
আরে যত্ত সব হবে রে, তোমার জন্য নয় কি?
কি চাই ভালোবাসায়,
কেন যেন বুকভরা অজস্র নি:শ্বাস!
বলুন তো ভালোবাসার শেষটা কতটা অবিশ্বাস?
বন্ধুর কল্পনায় ছেঁড়াকাথা এক গাঁদা হতাশা
আম গেলো ছালাও গেলো নির্বাক ভালোবাসা!
আগে প্রতিষ্ঠায় স্বপ্ন দেখি, পরে ভাবি তোমায়
ভালোবাসা ঝাল,টক,মিষ্টি ভেবে নাও সুসময়।
Comments
Post a Comment