লিখেছেন: কৌশিক কুমার দাস
আমাদের সমাজের বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েরা যখন রাজনীতি করতে যায় তখন আমাদের মা বাবা রাই বলে ওঠে ও সবের দরকার নেই নিজের টা ভাব!!কিংবা পাশের বাড়ির কাকা কাকিমা রা তো তেরে আসে ওমুক বাড়ির ছেলেকে দেখছো মোরের মাথায় মিছিল করছে!!
এইতো সেবার "২০১৭" সালে বাংলাদেশের উত্তরঅঞ্চলে তখন ভয়াবহ বন্যা আমারা একটা টিম সাথে মিলে ঢাকার বিভিন্ন পয়েন্টএ অর্থ সংগ্রহ করছিলাম! অথচ বাসায় ফিরে মায়ের ফোন পায় কারা নাকি দেখেছে আমায় রাস্তার মোরে দাড়িয়ে ভিক্ষা করতে!!
আবার ধরেন!
ভোটের সময় যখন ভোট জালিয়াতি চলছে খুব করে তখন তার প্রতিবাদ করতে গেলে শুনতে হয় দেশ সমাজ এগুলো নিয়ে ভাবা আমাদের কাজ নয়!!
ফাকা মাঠে গোল দিয়ে যখন মাদক কারবারি, চোরাকারবারি কিংবা বাচ্চা ছেলেগুলোর হাতে অস্ত্র তুলে দেয়া লোক টা যখন ক্ষমতা পায় তখন বাথরুমে বসে কী গালিগালাজ টাই না করি অথচ আপানার পাড়ার কোন অনুষ্ঠানে তাকেই প্রধান অতিথি হিসেবে আনেন!!
কী আজব না!! তাকে বড়ন করার জন্য কতই না প্রস্তুতি তখন চলে!!!কেউ কেউ আবার ফটোশুট এ ব্যাস্ত হয়ে পরে!!
আবার কিছুদিন পরেই যখন তার কোন কর্মি দারা কেউ ধর্ষিত হয় তখন কী আলোচনা টাই না আমরা করি!
আহা কী সব লেখা মানুষের তখন কিছু হবে না এই জাতি দিয়ে, এরা নষ্ট নোংরা, সমাজ টা শেষ তাদের মা বা কে গালি দিয়ে সমাজের চৌদ্দ পুরুষ উদ্ধার করে ফেলে!! আর সব শেষে বলেই দেয় বেজন্মা দের দেশে আর থাকবো না!!!
এসব কিছুর পরে আমার খুব বলতে ইচ্ছে করে এত কিছু যখন সহ্য করেছেন এটাকেও না হজম করে নেন!! কারন আপনার বা আপনার বাবা র তো কিছু হয় নি!!
তবে ভাই ধর্ষন মাদক এগুলো সমাজের ব্যাধি দু একজন মানুষ কে ক্রস ফায়ার দিয়ে সমাজ কে অন্তত ধর্ষন অথবা মাদক মুক্ত করার স্বপ্ন আপনাদের শুধু অন্ধকারেে ঢিল ছোরা!!!
Comments
Post a Comment