লিখেছেন : কে.এম.খালিদ হাসান
পৃথিবীতে মনুষ্যজাতি যে খেলাগুলোও যুক্ত থাকে তার মধ্যে একটি খেলা হচ্ছে মূল্যায়ন - অবমূল্যায়ন খেলা।এই খেলার কারণেই কেউ হাজার গুণ সুদসহ আসল ফেরত পায় আর কেউ আসলটাও হারিয়ে ফেলে।কেউ আংশিক হারায়।যারা আংশিক হারায় তারা যখন ব্যর্থ হয় সেও আসল হারায়। স্বভাবতই মানুষ একটু ধীর প্রকৃতির তাই সে যে কি হারিয়েছে সেটা বুঝতেও তার কিছুটা সময় লাগে।কিন্তু ওই যে, সময় কারো জন্য অপেক্ষা করে না।তাই যখন বুঝতে পারে মানুষ তার ভুল তখন তার ফিরে আসার পথ স্রোতের সাথে সাথে যেয়ে পড়ে অতল সমুদ্রে।আর সে কিসের যেন দংশনে দংশিত হতে থাকে।সে প্রকৃতিকে কিছুতেই বুঝাতে পারে না যে, সে যতটা দংশন জ্বালা সহ্য করছে তাতে তার নতুন কোন শাস্তির প্রয়োজন নেই।প্রকৃতির কোন পক্ষপাত নেই, সে সাম্যে বিশ্বাসী। প্রকৃতিও ভুলকারীকে যথাযথ শাস্তি প্রদান করে।তখন ইতিহাস মুচকি হেসে বলে, এবার আমার পালা কারণ History repeats itself, first as tragedy second as farce.
Comments
Post a Comment