লিখেছেন: তারিক রানা হলুদ পুরোনো বিল্ডিং টি পিরোজপুর সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হোস্টেল। জেলা ও দায়রা জজ সাহেবের বাড়ির সামনে ই অবস্থিত এই হোস্টেল টি। টাউন স্কুলের ঠিক পাশ্বে যে সরু সড়কটি কালিবাড়ি র দিকে গিয়েছে, তার ডান পাশ্বে ছিল আগে কাঠের জজ সাহেবের ( পূর্বে মুন্সেফ) বাড়ি। সেটা ভেঙ্গে নতুন বাসভবন গড়ে তোলা হয়েছে আশির দশকের মাঝামাঝিতে। ক্লাস নাইন বা টেন এ আমি এই হোস্টেলে বেশ কিছুদিন ছিলাম।হঠাত মাথায় এলো বোর্ড এ স্ট্যন্ড করতে হবে। তাই নিরবিচ্ছিন্ন পড়াশুনার জন্য , হোস্টেল ই একমাত্র জায়গা, যেখানে মন দিয়ে পড়াশুনা করা যাবে। আমার একটি ফোনিক্স সাইকেল ছিল। হোস্টেলের স্ম্রিতি ঠিক মনে নাই। খেতাম কোথায়? আমার মনে হয় , সাইকেল চালিয়ে বোধ হয় সি আই পাড়ার বাসায় চলে যেতাম। খেয়ে দেয়ে আবার হোস্টেলে। হোস্টেলে কোন কোন স্যার রা যে ছিলেন একটু ও মনে নাই। বড় হুজুর, মোতাহার স্যার, আনোয়ার স্যার, ওনারা থাকতে পারেন। আর আমার বোর্ড এ মেধা তালিকায় স্থান পাবার জন্য পড়াশুনা? সেই রকম কোনো স্ম্রিতি ই নেই। একটা স্ম্রিতি আছে। তখন তো রাত নয়টা দশটায় অনেক রাত। পোষ্ট অফিস রোডে নুরুল হুদা আলম মামা ভি সি আর