Skip to main content

একটি ভাইরাসের আত্মকাহিনী



লিখেছেনঃ নাসরিন সিমি

আমি একটা ভাইরাস। আজ আমার জীবনের বাস্তব অভিজ্ঞতা শেয়ার করবো
বিশ্বে আমি প্রথম আত্মপ্রকাশ ও সংক্রমণ ঘটাই  চীন দেশের উহান প্রদেশে 2019 সালের ডিসেম্বরে মাসে। সেখানে তিন/চার মাস অবস্থান করি । পরে মানুষ আমার কোভিড-19 নামকরণ করে এবং তারপর আমি ইতালি সফরে যাই। ইতালিতে সবচেয়ে বেশি আমার জন্য আরামদায়ক পরিস্থিতিতে বিরাজমান থাকে। বিশ্বকে উদ্বেগের ফেলি যখনই আমি আমার ক্ষমতা দেখিয়ে। কারণ
ইতালিতে কোভিড- 19 ভাইরাসের কারণে করোনা নামক রোগে সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয় ও মৃত্যু হয়।
তারপর যুক্তরাষ্ট্র, ফ্রান্স, স্পেন, যুক্তরাজ্য, ইরান, পাকিস্তান, সৌদিআরব, ভারত ঘুরে কোভিড-19আমি চলে আসি বাংলাদেশে।

বাংলাদেশের করোনার দিন--
কোভিড--19 বাংলাদেশের প্রথম প্রবেশ করি সরকারি হিসেবে ৮ মার্চ। বিশেষ বেসরকারী সূত্রে আমি আরো আগেই চীন দেশের থেকে এখানে এসে আক্রমণ এর কথা মনে মনে ভাবি। আক্রমণ করার আগেই এই জাতির কয়েকজন ব্যবসায়ী আমাকে  গুজব বলে প্রচার করে ।  এইসব গুজব সৃষ্টিকারীদের অনেক চ্যালা চামুণ্ডাদের কথা বার্তা শুনে আমি কোভিড 19 একটা ধাক্কা খেলাম। এদেশের মানুষের আমাকে নিয়ে বলা কথা ও প্রতিরোধ সিস্টেম দেখে অবাক হয়ে বেশ কিছু দিন বেহুঁশ হয়ে ছিলাম।
পরে মার্চ মাসের মাঝামাঝি সময়ে এক মহিমান্বিত রাতে এক জন্মদিন পালন উপলক্ষে আতসবাজি ফোটানোর মাঠে আমার হুশ ফিরে আসে এবং সেই প্রথম আমি বিস্তারের সুযোগ পাই। 

এতক্ষণ যে কথা বলতে চাচ্ছিলাম,আমার জীবনের সবচেয়ে বেশি এবং বিচিত্র অভিজ্ঞতা হয়েছে বাংলাদেশে। এদের চেহারা, চরিত্র, বিশ্বাস, জ্ঞান, ধর্ম, শিক্ষার মধ্যে এতো বৈষম্য পৃথিবীতে আর কোথাও নেই।
ছোট একটা দেশের মানুষের মধ্যে এতো ভেদাভেদ, বিশ্বাসের পার্থক্য বিস্ময়কর।
সবচেয়ে বেশি গ্রহণযোগ্য ছিলো আমার কাছে ইব্রাহিম নামের একজন মানুষ। তাঁর গ্রহণযোগ্যতার আগে তার সম্পর্কে কিছু জেনে নিতে তাকে পর্যবেক্ষণ করি, লোকটা আমার এন্ট্রি ভাইরাস এর একটা ফর্মূলা বলেছিলো কিন্তু ভুলক্রমে সে এন্ট্রি ভাইরাসের ফর্মূলার বদলে মাধ্যমিক বইয়ের একটি গনিত হেরফের করে বলে ইউটিউবে পরিচিত হয়ে যায়।
আতসবাজির পরে নোয়াখালী নামের একটি দোয়া মাহফিল সমাবেশে দ্বিতীয় পর্যায়ে আমি অনেক পোষক পেয়ে ছড়িয়ে পড়েছিলাম।

মূলত আমাকে বিস্তার লাভ করতে এই বিশেষ শ্রেণীর অবদান অনস্বীকার্য। এরা জনগণকে বিভ্রান্ত করার মাধ্যমে আমার ক্ষমতা সম্পর্কে অতি তুচ্ছ জ্ঞান করেছে।
আমি অসাম্প্রদায়িক চেতনার ভাইরাস। আমার কাছে ধনী গরিব ধর্ম বর্ণ ও গোত্র, জাত-পাত ভেদাভেদ কিছুই নেই কিন্তু গুটিকতক ধর্ম ব্যবসায়ী তাদের ব্যবসায়িক স্বার্থ চরিতার্থ করার জন্য আমার নামে বদনাম করেছে। যেমন আমি খাটি মুসলমানদের পোষক করে তাদের আক্রান্ত করিনা, আমি মসজিদের ভেতরে প্রবেশ করিনা, আমি থানকুনি পাতা খাওয়া, পান খাওয়া মানুষকে পছন্দ করি। তাদের আক্রান্ত নাও করতে পারি। আমার নামে এইরূপ সাম্প্রদায়িক কলঙ্ক রটিয়ে দেবার পরেই আমি মনে মনে ক্ষোভে দুঃখে সবাইকে আক্রান্ত করার জন্য উঠেপড়ে লেগে যাই এবং ততোদিনে আমার সৈন্য সংখ্যা অনেক অনেক বেশি সৃষ্টি হতে থাকে।

তারপরে অবাক হয়ে দেখি বাংলাদেশের কয়েকজন সেলিব্রিটি রাজনৈতিক নেতারা অনবরত মিথ্যা কথা বলে বলে দেশের জনগণ ও ডাক্তারদের মিথ্যা আশ্বাস দিয়েছেন। এদের মিথ্যাচার শুনে দুই দিন আমি হতভম্ব হয়ে গেছি। তারা বলেছে আমার চেয়েও তারা শক্তিশালী এবং আমাকে মোকাবিলায় প্রস্তুত। এই তথ্যটি শোনার পর আমি প্রথমে ডাক্তার ও নার্সদের পোষক বানাতে একটু দ্বিধা করি, চিন্তিত হয়ে যাই, আমার সৈন্য সংখ্যা ক্রমশ বাড়ছে এখন আমাদের নেক্সট টার্গেট ছিল হাসপাতালের লোকজন কারণ এদের কাবু করতে পারলে আমরা বাংলাদেশে মোটামুটি স্থায়ী এক!টা ব্রাঞ্চ অর্গানাইজ করতে পারবো।
ভয়ে ভয়ে আমি হসপিটালের অবস্থা পর্যবেক্ষণ করতে গেলাম এয়ারপোর্টে থেকে নেমেই।
কিন্তু তাদের অবস্থা দেখে খুশি হয়ে তা তা ধিন ধিন করে নাচলাম অনেক সময়।
এরা ঢাল,তলোয়ার, বর্ম, তীর,ধনুক কিছুই নেই। এমনকি গায়ের বর্মটি এতো এতো নিন্মমানের যে অনায়াসেই আক্রান্ত করে ফেললাম একের পর এক স্বাস্থ্যযোদ্ধাদের। জনপ্রতিনিধিদের দাম্ভিক কথাগুলো মনে করে আনন্দ হচ্ছে আবার কষ্টও হচ্ছে কিছু দারিদ্র্যসীমার নিচে থাকা মানুষ গুলোর জন্য। কিছু কিছু চালচোরদের কারণে এরা নিজেদের জীবন বিপন্ন করছে আমাকে বিস্তার লাভ করতে পোষক হতে ও ভয় নেই তাদের শুধুমাত্র ক্ষুধা ও ত্রাণ সামগ্রীর জন্য, বেঁচে থাকার জন্য। আমি এখন সারা দেশ জুড়ে ছড়িয়ে পড়েছি। আগামী সপ্তাহে আমার সৈন্যদের নিয়ে একটা মিটিং ডাকতে হবে, সিদ্ধান্ত নিতে হবে, বেছে বেছে সাহসী সৈন্যদের নিয়ে একটা আলাদা বিশেষ বাহিনী গঠন করার কথা ভাবছি, যে দলের কাজ হবে
নাগাভূখা মানুষকে বঞ্চিত করে যারা ত্রাণচুরি করছে তাদের। সাধারণ মানুষের  সাথে, ঘরে থাকা মানুষের সাথে যুদ্ধ জয়ের আনন্দ নেই।
এদেশের জনগণ কী বোকা! কী অসহায় ! এদের আক্রান্ত করলে আমার ভাইরাস সোসাইটি তে বদনাম হবে। ভাইরাস প্রধান হিসেবে দায়িত্ব নাও পেতে পারি, তাই আজ থেকে আমার মিশন হবে মিথ্যাবাদী নেতা, ধোঁকাবাজ ধর্ম ব্যবসায়ী , নিরন্নের অন্ন চোর, যুদ্ধবাজ দেশের প্রেসিডেন্ট , নারী নির্যাতনকারী বাদশাহ, অহংকারী রাজ পরিবারের সদস্য, দুই দেশের মধ্যে যুদ্ধ বাধানোর পরিকল্পক, ঘুষখোর এরা।
খবর পেয়েছি আমার সৈন্যদলের টার্গেট অনেক ক্ষেত্রেই সফল হয়েছে। এবার মিশন বাংলাদেশের মিথ্যাবাদী ও বিবেকহীন ছোট বড়ো মাপের জনপ্রতিনিধি।
সৈন্যরা, প্রস্তুত হও, এবারের মিশন হবে
ডাইরেক্ট - কিলিং । নো মার্সি।

Comments

Popular posts from this blog

দোকান,ব্যাংক-বীমা,অফিস স্পেস ভাড়া বিজ্ঞপ্তি: ফেব্রুয়ারি ২০২৪🏡

  পিরোজপুর জেলার বিভিন্ন জায়গায় এই দোকান,ব্যাংক-বীমা,অফিস স্পেসগুলো ভা ড়া হবে। নিচের তালিকা থেকে খুঁজে নিন আপনার প্রয়োজনীয় স্পেস টি: ১)বিবরণ :  ভাড়া হবে ব্যাংক/ বিমা/ অফিস    ৪ তলায় ছাদ দেয়া আছে ইচ্ছে মতো করে দেয়া যাবে।  লোকেশন: পারেরহাট রোড, ম্যালেরিয়া পুল, ওয়ালটন সার্ভিস সেন্টার বিল্ডিং।  যোগাযোগ : 01611200299         : 01711570893 ২) বিবরণ:  পৌরসভার স্টল এর একটি দোকান ভাড়া দেওয়া হইবে। লোকেশন: পিরোজপুর শহরের রাজারহাট বাটা শোরুমের বিপরীত পাশে।  যোগাযোগ : 01718050094 ৩) বিবরণ : বিল্ডিংয়ের দ্বিতীয় এবং তৃতীয় তলা ভাড়া দেয়া হবে  ব্যাংক অথবা ব্যবসা প্রতিষ্ঠান এর জন্য।  বর্তমানে বিল্ডিংয়ের প্রথম তলায় আছে,   বাংলাদেশের সনামধন্য গার্মেন্টস পন্যের ব্যবসা প্রতিষ্ঠান "ADLIB". দ্বিতীয় তলা = অগ্রিম ৬ লক্ষ টাকা এবং মাসিক ভাড়া ২১০০০ টাকা। তৃতীয় তলা = অগ্রিম ৫ লক্ষ টাকা এবং মাসিক ভাড়া ১৫০০০ টাকা। লোকেশন: পিরোজপুর সদর রোড, সাধনা ব্রিজ সংলগ্ন, যোগাযোগ : ০১৭১২৭৪৪৫৩৬ বি.দ্র: দ্রুত সময়ের মধ্যে আপনার ...

দোকান,ব্যাংক-বীমা,অফিস স্পেস ভাড়া বিজ্ঞপ্তি: মার্চ ২০২৪🏡

  পিরোজপুর জেলার বিভিন্ন জায়গায় এই দোকান,ব্যাংক-বীমা,অফিস স্পেসগুলো ভাড়া হবে। নিচের তালিকা থেকে খুঁজে নিন আপনার প্রয়োজনীয় স্পেস টি: ১) শোরুম/ ব্যাংক/কোচিং সেন্টার/ ক্লিনিক/ ডায়াগনস্টিক সেন্টার/চাইনিজ রেস্টুরেন্ট এর জন্য ভাড়া দেওয়া হবে।  বিবরন: ফ্লোর সাইজ ১ম তলা  ৩০০০ এবং ২য় তলা ৩৫০০ স্কয়ার ফিট।১ম ও ২য় তলা কমার্শিয়াল স্পেস (শোরুম/ ব্যাংক/কোচিং সেন্টার/ ক্লিনিক/ ডায়াগনস্টিক সেন্টার/চাইনিজ রেস্টুরেন্ট এর জন্য) ভাড়া দেওয়া হবে।  লোকেশন: পিরোজপুর জেলা শহরের প্রানকেন্দ্রে সালাম প্লাজা।  যোগাযোগ:  01711902109 ২) অফিস/শো-রুম/ডিপো এর জন্য ভাড়া হবে🏠 বিবরন:২৩০০ SFT নীচতলা ও ২য় তলা সহ একত্রে অথবা আলাদা ভাবে ভাড়া হবে। লোকেশন: সোহরাওয়ার্দী কলেজ রোড, মেইন রোডের সাথে। গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে। যোগাযোগ: ০১৭১১৭৮৪২৩০ বি.দ্র: দ্রুত সময়ের মধ্যে আপনার মনের মতো বাসা খুঁজে পেতে আমার পিরোজপুর.কম থেকে নিতে পারেন Search Home সার্ভিস। মনে রাখবেন, যারা বাসা ভাড়া দিতে চান তাদের জন্য আমার পিরোজপুর.কম এর পক্ষ থেকে রয়েছে Smart To-Let সার্ভিস। আর যারা বাসা ভাড়া নিতে চান তাদের জ...

জানুয়ারি ২০২৪ এর জমি বিক্রির কিছু বিজ্ঞপ্তি 🪧

পিরোজপুর জেলার বিভিন্ন উপজেলায় জমিগুলো বিক্রি হবে। ১.পিরোজপুর পৌরসভার মধ্যে জেলা স্টেডিয়ামের দক্ষিণ পাশে আহসান হাবীব রোডে একসাথে, একদাগে ৮ শতাংশ করে ২টি প্লট, মোট ১৬ শতাংশ বাড়ি করার উপযোগি উচু জায়গা বিক্রয় করা হইছে। যোগাযোগ :(নামাজের সময় ব্যতীত) 01718050094 01734034194ll. ২.পিরোজপুর সোহরাওয়ার্দী কলেজের রোড থেকে একটু সামনে ওয়াটার অব্দা রোড়ে জমি বিক্রয় হবে। বিবরণ: প্রয়োজন মত নিতে পারবেন 4/5/6 শতক। যোগাযোগ: 01752900135 ৩.পিরোজপুর  বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েত আফিসের পাশে টিনের ঘর সহ জায়গা বিক্রি করা হবে। যোগাযোগ: ০১৯১৮-২৯২৭০৪ ৪. জমি : শতাংশ ৫০ মালিক: মো: মজিবর আকন ভরাটকৃত জমি বাড়ি করার জন্য উপযুক্ত জমি কোন ধরনের মাটি দিতে হবে না,  জমিতে সুপা‌রি বাগান ও নাল জ‌মি।  সমস্ত ডকুমেন্ট খাজনা খারিজ আপটুডেট। বিস্তারিত জানতে নিম্ন ফোন নম্ব‌রে যোগাযোগ করুন: ঠিকানা :মঠবা‌ড়িয়া আলিম সি‌নেমা হ‌লের পার্শ্ববর্তী রাস্তা, আলহাজ্ব আজিজ খলিফার মাদ্রাসার পশ্চিম পাশে,মঠবাড়িয়া, পিরোজপুর যোগাযোগ : 01717422282 ৫. জমি দাতা: মারুফুল আলম জমির ঠিকানা: উত্তর মিঠাখালী সরকারি পোস্ট অফিস সং...