লিখেছেন: আরিফুল ইসলাম
মাগো
দশ মাস দশ দিন পেটে ধরে
জন্ম দিলে মোরে।
শত কষ্ট সইলে তুমি নিলে বাহুডোরে।
আদর-সোহাগে ভরিয়ে দিলে আমার সারা দেহ,
তোমার মতন এমন আপন
পৃথিবীতে নাই কেহ।
মাগো
তুমি আমার মমতাময়ী
আমার জগৎ আলো,
তোমায় ছাড়া এই পৃথিবীর
লাগে না কিছু ভালো।
মাগো
তুমি আমার রাতের আকাশ,
রাতের উজ্জ্বল তারা,
তুমি আমার এই ধরণীর আলোর ঝর্ণাধারা।
মাগো
তুমি আমার ভালোবাসা, আমার আপনজন,
পৃথিবীর সেরা সবচেয়ে দামী,
সাত রাজারই ধন।
মাগো
তোমার চরণ তলে আমায়
দাও গো একটু ঠাঁই,
তোমার চরণতলে যেন জান্নাত খুঁজে পাই।
Comments
Post a Comment